কোর্ট ইনসাইড

নারী নির্যাতন এবং ব্যভিচারের মামলা হচ্ছে মামুনুলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/04/2021


Thumbnail

হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারী নির্যাতন ব্যভিচারের মামলা হচ্ছে। তার ২য় স্ত্রী জান্নাত আরা ওরফে ঝর্ণা এই মামলা দায়ের করবেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন। ইতিমধ্যে ঝর্ণা এই মামলার সম্পর্কে আইনজীবীর সঙ্গেও কথা বলছেন এবং এই মামলার সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে বলে দায়িত্বশীল সূত্রকে জানিয়েছে।

এই মামলায় যে অভিযোগগুলো করা হয়েছে তার মধ্যে রয়েছে-

১. জান্নাত আরা ওরফে ঝর্ণার সংসারে ভাঙ্গন ধরানো এবং বিবাহ বিচ্ছেদের প্ররোচনা দেওয়া।
২. বিবাহ বিচ্ছেদের পর ঝর্ণার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রলোভন এবং ব্ল্যাকমেইলিং।
৩. ঝর্ণাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করা।
৪. বিবাহ বহির্ভূত অনৈতিক শারীরিক সম্পর্ক করা।
৫. ঝর্ণাকে ভিন্নভাবে প্রতারণা এবং অসত্য কথা বলা।

একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এই মামলার বিভিন্ন খুটিনাটি বিষয়গুলো সম্পন্ন হয়েছে। ঝর্ণা ছাড়াও ঝর্ণার প্রথম স্বামী এবং সন্তানও এই মামলায় সাক্ষী থাকতে পারেন। আগামীকাল বৃহস্পতিবার অথবা রোববার এই মামলা দায়ের হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে লকডাউনের পরেই মামলা হবে। তবে মামলার আনুষ্ঠানিকতা চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭