লিভিং ইনসাইড

মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/04/2021


Thumbnail

এখন প্রয়োজন মেটাতেই অনেকে বাড়িতে ব্যবহার করে থাকেন মাইক্রোওয়েভ ওভেন। একটু সময় বাঁচিয়ে সহজেই ঝটপট রান্নার যন্ত্র এটি। যন্ত্রটিতে নানা রকম রান্না করা ছাড়াও যেকোনো ঠান্ডা খাবার গরম করতে জুড়ি মেলা ভার। তাই এই উপকারী যন্ত্রটিরও সঠিক যত্ন প্রয়োজন। প্রয়োজন এটি নিয়মিত পরিষ্কার করার। তবে মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার করা নিয়ে অনেকেই মুশকিলে পড়েন। তাই জেনে নিন ঝটপট মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার করার সহজ উপায়-

বেকিং সোডা ও পানি
একটা পাত্রে সামান্য পানি আর বেকিং সোডা নিয়ে পেস্ট বানিয়ে নিন। যতটা পানি নেবেন তার দ্বিগুন বেকিং সোডা নেবেন। এবারে মাইক্রোওয়েভের টার্ন টেবিলে আর বাকি অংশে (ভেতরে দিকে) পেস্ট লাগিয়ে ৫ থেকে ৭ মিনিট রেখে দিন। এবারে একটা ভেজা তোয়ালে দিয়ে ভেতরের দেয়ালগুলো এবং টার্ন টেবিল মুছে নিন। দেখবেন ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। সপ্তাহে দু`বার এভাবে পরিষ্কার করতে পারেন।

ভিনেগার
একটি মাইক্রোওয়েভ সেফ বাটিতে ১:১ রেশিওতে পানি আর ভিনেগার মিশিয়ে প্রায় ৫ মিনিট মাইক্রোওয়েভ করে নিন। এরপরে মাইক্রোওয়েভের ভেতরের দেয়াল ও টার্ন টেবিল সামান্য ঠান্ডা হলে ভেজা তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিন। ভেজা তোয়ালে দিয়ে মোছার আগে সুইচ অফ করে নিতে ভুলবেন না।

ভিনেগার ও বেকিং সোডা
একটি পাত্রে আধ কাপ বেকিং সোডা আর সামান্য হালকা গরম পানি নিয়ে পেস্ট বানিয়ে মাইক্রোওয়েভের ভেতরের দিকের দেয়ালে লাগিয়ে নিন। এরপরে একটা মাইক্রোওয়েভ সেফ বোলে সমপরিমাণ পানি আর ভিনেগার মিশিয়ে ৩-৪ মিনিট মাইক্রো করে নিন। মাইক্রো হয়ে যাবার মিনিট ১৫ পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন বাটিটি বের করে পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিন।

মাইক্রোওয়েভ পরিষ্কার করার আগে কিছু বিষয় মাথায় রাখা উচিত-

১।  যদি তোয়ালে দিয়ে মাইক্রোওয়েভ পরিষ্কার করেন তাহলে আগে মাইক্রোওয়েভ অফ করে নিন।

২। মাইক্রোওয়েভের তার, প্লাগ এবং সকেট শুকনো কাপড় দিয়ে পরিস্কার করুন। ভুল করেও এগুলোতে পানি কিংবা ভেজা হাত লাগাবেন না।

৩। টার্ন টেবিল কিংবা ভেতরের দেয়ালে সরাসরি পানি দেবেন না। টার্ন টেবিল আপনি চাইলে আলাদাভাবে মেজে নিতে পারেন।

৪। ভেজা অবস্থাতে কোনোভাবেই টার্ন টেবিল মাইক্রোওয়েভে ঢোকাবেন না। এতে পড়ে শক লাগার আশঙ্কা থেকে যায় এবং মাইক্রোওয়েভের মোটরে জং ধরে যাবার ভয় থেকে যায়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭