ইনসাইড এডুকেশন

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/09/2017


Thumbnail

আমি ডাক্তার হতে চাই। ছোটবেলায় কাউকে জিজ্ঞাসা করা হলে এই উত্তরই বেশি পাওয়া যায়। কিন্তু ডাক্তার হওয়া একদিনের কাজ নয়। এর সঙ্গে বছরের পর বছর পরিশ্রম জড়িত।

বাংলাদেশে বর্তমানে ৩০টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। মেডিকেল কলেজগুলোতে মোট আসন সংখ্যা ৩১২৮ টি। প্রতিবছরই মেডিকেলে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। এ বছরও মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের তুমুল প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। সেই প্রতিযোগিতার সম্মুখীন হওয়ার আগে মেডিকেল ভর্তি কার্যক্রম ও প্রস্তুতি সম্পর্কে বাংলা ইনসাইডারের এই প্রতিবেদনে আলোচনা করা হলো:

ভর্তি কার্যক্রম

বিশ্ববিদ্যালয়গুলোর মত মেডিকেলেও ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময় থাকবে ১ ঘণ্টা। পরীক্ষার মানবন্টন, জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থবিজ্ঞান-২০, ইংরেজি-১৫, সাধারন জ্ঞান: বাংলাদেশ, ইতিহাস ও সংস্কৃতি-৬ এবং আন্তর্জাতিক- ৪ হবে।

বিষয়ভিত্তিক প্রস্তুতি

জীববিজ্ঞান

মেডিকেল ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান বিভাগের বেশিরভাগ প্রশ্ন প্রাণিবিজ্ঞান বই থেকে আসে। মানবদেহ অধ্যায়টি গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ এখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। উদ্ভিদবিজ্ঞান অংশ থেকে জৈবনিক প্রক্রিয়া, উদ্ভিদের ভিন্নতা ইত্যাদি অংশ থেকে থেকে প্রশ্ন আসে। বিভিন্ন বিজ্ঞানী ওতাদের মতবাদ সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে। বিভিন্ন আবিষ্কৃত ও মতবাদের সাল অবশ্যই মনে রাখতে হবে। এগুলো থেকেও প্রশ্ন আসে।

রসায়ন

শুধুমাত্র সংখ্যাভিত্তিক সমস্যায় মাথা না ঘামিয়ে অন্য বিষয়গুলোও ঠিকভাবে দেখতে হবে। রসায়নে ভালো করতে হলে দ্বিতীয় পত্রে বেশি গুরুত্ব দিতে হবে। কিছু বিক্রিয়া আছে যেগুলো বিজ্ঞানের নামে নামাঙ্কিত, সেসকল বিক্রিয়া ও আবিষ্কারের সাল ভালভাবে মনে রাখতে হবে। রাসায়নিক বন্ধন, মৌলের পর্যাবৃত্তধর্ম, ডি-ব্লক মৌল, জৈব অ্যাসিড, তড়িৎ রাসায়নিক কোষ, অ্যালডিহাই, হাইড্রোকার্বন ইত্যাদি বিষয় ভালোভাবে পড়তে হবে।

পদার্থবিজ্ঞান

সকল প্রকার সূত্র, সূত্রের বিভিন্ন চলকের পারস্পরিক সম্পর্ক ও ছোট কিন্তু টেকনিক্যাল অংকগুলো দেখতে হবে। কিছু কিছু গুরুত্বপূর্ণ চার্টও অবশ্যইদেখতে হবে। ছোট ও সূত্রের সাহায্যে যে অঙ্ক করা যায়, সেসকল প্রশ্নই আসার সম্ভাবনা বেশি। পরীক্ষার হলে ক্যালকুলেটরের ব্যবহার নিষিদ্ধ তাই কিছু কিছুজিনিস অবশ্যই মুখস্ত রাখতে হবে। একক মান, পার্থক্য ও আরও যত ছক আছে এগুলো ভালোভাবে পড়তে হবে।

ইংরেজি

বিগত বছরগুলোর মেডিকেল ও ডেন্টাল প্রশ্নপত্রে যেসব বিষয়ের ওপর ইংরেজি প্রশ্নগুলো এসেছে সেগুলো পড়া যেতে পারে। ইংরেজিতে ভালো করতে হলে অবশ্যই Vocabulary তে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। গ্রামার এ Tense, Parts of speech, Right Form of Verb, Article, Narration, synonym, antonym, Voice, Preposition, Phrase and Idioms ইত্যাদি সমাধান করার পাশাপাশি ভালো কোনো গ্র্যামার বই থেকে ওই বিষয়গুলো আরও বিস্তারিত পড়তে হবে।

সাধারণ জ্ঞান

বিগত কয়েক বছরের মেডিকেলের প্রশ্ন, বিসিএসের প্রশ্ন এবং সাধারণ জ্ঞানের বইগুলোর বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের বিবিধ অংশটুকু পড়া যেতে পারে। আলোচিত যেকোনো ঘটনা সেটা বাংলাদেশ সম্পর্কিত হোক অথবা আন্তর্জাতিক, সে বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। সাম্প্রতিক ঘটে যাওয়া আলোচিত বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ক্ষুদ্রতম, বৃহত্তম, প্রথম ও একমাত্র, বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক সংগঠন, বিভিন্ন দেশ সম্পর্কেভালো ধারনা রাখতে হবে।

বাংলা ইনসাইডার/এসএম/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭