ইনসাইড হেলথ

শত মৃত্যুর মধ্য দিয়ে করোনার নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/04/2021


Thumbnail

করোনায় একের পর এক মৃত্যর রেকর্ড ভেঙেই চলেছে। আজ করোনায় মত্যুর নতুন রেকর্ড হয়েছে। সর্বোচ্চ ১০১ জনে মৃত্যুর মধ্য দিয়ে ভয়ঙ্কর রুপ ধারণ করেছে করোনা। 

আক্রান্তের সংখ্যা কম দেখানো জন্য এখন করোনা পরীক্ষা কম হচ্ছে। সে হিসেবে গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৪ হাজার ৪১৭ জন। কিন্তু মোট আক্রান্তের যদি শতকরা হিসাব দেখা যায় তাহলে দেখা যাবে যে, এখন ২৩ শতাংশের বেশি আক্রান্ত হচ্ছে। অর্থাৎ প্রতি ৪ জনে প্রায় ১ জন করোনায় আক্রান্ত হচ্ছে। 

বাংলাদেশে এখন করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। আজ শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু বরণ করেছে ১০ হাজার ১৮২ জন। আর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭