ইনসাইড ক্যারিয়ার

চাকরি খোঁজার কথা কেউ যেন না জানে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/09/2017


Thumbnail

স্নাতক শেষ হতেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ নেয় সেলিম। কিন্তু কয়েক সপ্তাহ না যেতেই কাজ ভালো লাগে না তাঁর। তাই নতুন চাকরি খোঁজা শুরু করে। বিশ্ববিদ্যালয়ে কাজ থাকার অজুহাত দেখিয়ে, অফিসে না গিয়ে একদিন চাকরির পরীক্ষাও দিতে যায় সেলিম। কিন্তু অফিসে মিথ্যা বলার কথা জেনে যায় সেলিমের বস। বসের কাছে ঝাড়িরর পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ জোটে সেলিমের। একই সঙ্গে যতদিনি ধরে চাকরি করছে কোনোদিন লেট বা বন্ধ করলেই সহকর্মীরা শোনোতে দেরি করে না, সেলিম ভাই, কোথায় চাকরির ভাইভা দিলেন?

চাকরি থাকা অবস্থায় নতুন চাকরি খুঁজতে গিয়ে অনেকেই সেলিমের মতো এমন বিড়ম্বনায় পড়েন। অনেকে আবার চাকরিই হারান।

‘ইচ্ছে হলেই চাকরি ছেড়ে দিব’, কথাটা অনেকের ক্ষেত্রে বলা সম্ভব হলেও করা সম্ভব হয় না। সংসারের হাল যখন আপনার হাতে, আপনার উপার্জন যখন অন্যদেরও চাহিদা পূরণ করে তখন চাকরি ছেড়ে দেওয়াটা এত সহজ হয় না। তারপরও ভালো সুযোগের জন্য আপনাকে চাকরি খুঁজতেই হয় নতুন করে। মুশকিলটা হয় তখনই। কারণ কোনো বসই চান না, তাঁর কোনো কর্মী চাকরিরত অবস্থায়ই অন্যত্র চাকরি খুঁজুক।

চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরি খুঁজবেন, সেই সুযোগটুকুও অনেকের হয় না। চাকরির অনিশ্চিত বাজারে আপনি কবে আবার চাকরি পাবেন তার কোনো গ্যারান্টি নেই। যাই করতে হবে, এই চাকরি থাকাকালীনই করতে হবে। তবে খেয়ার রাখতে হবে বিষয়টি যেন বেশি জানাজানি না হয় এবং বিড়ম্বনার কারণ হয়ে না দাঁড়ায়।

সবার আগে জেনে নেওয়া যাক, কী হতে পারে যখন অফিস আপনার চাকরি খোঁজার কথা জানবে। আপনি চাকরি খুঁজছেন মানে আপনি বর্তমান অফিসে সন্তুষ্ট নন। এতে বস ধরেই নিতে পারে আপনি কাজে পুরোপুরি মন দিচ্ছেন না। সে ক্ষেত্রে:

-      আপনার ভুলটাই চোখে পড়বে সাবার আগে।

-      অফিসে আপনার গুরুত্ব কমে যেতে পারে।

-      চাকরি চলে যাওয়ার মতো কঠিন পরিস্থিতিরও সম্মুখীন হতে পারেন।

ক্যারিয়ার বিশেষজ্ঞদের মতে, চাকরি থাকাকালীন নতুন চাকরি খোঁজার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করুন। যেমন চাকরি খোঁজার কথা সবাইকে বলবেন না, বর্তমান কলিগদের তো ভুলেও না। যারা আপনাকে সাহায্য করতে পারবে, শুধু তাদের বলুন। একই ভাবে কোনো সোশ্যাল সাইটের কোনো গ্রুপে সিভি পোস্ট না করে, পারসোনাল মেসেজ ব্যবহার করুন।

সারাদিন অফিসে কাটান বলে মনের ভুলে অফিসের টেলিফোন, কম্পিউটার, ফ্যাক্স, মেইল ব্যবহার করতে যাবেন না। কেউ না জানলেও এইচআর ঠিকই জেনে যাবে। ছেড়ে দিবেন বলে অফিসে কাজ বাদ দিয়ে চাকরি খুঁজবেন তা কিন্তু হবে না। এর চেয়ে বাড়ি ফিরে ঠান্ডা মাথায় চাকরি খুঁজুন।  

সিভিতো জমা দিলেন কিন্তু ইন্টারভিউ, তার কী হবে? নিজের সুবিধা অনুযায়ী ইন্টারভিউয়ের দিন ও সময় ঠিক করুন। এতে অফিস ফাঁকি দিতে হবে না আপনাকে। ছুটি যদি নিতেই হয় তবে ‘ব্যক্তিগত কাজের’ কথা বলাটাই ভালো হবে। অনুসন্ধানের জন্য বর্তমান অফিসে কল না করে যেন রেফারেন্স নাম্বারে কল করা হয় তা ইন্টারভিউয়ের সময়েই জানিয়ে দিন।

 সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন চাকরি খুঁজে পেলেও কখনোই বর্তমান অফিসের দায়িত্বে হেলাফেলা করবেন না। বরং নিজের বেস্টটাই দেওয়ার চেষ্টা করুন। আপনাকে যখনই মনে করবে সেটা যেন শ্রদ্ধার সঙ্গে মনে করা হয়। তাছাড়া হয়তো একদিন এই অফিসকেই আপনার কাজে লাগবে।

বাংলা ইনসাইডার/এমএ/আরএইচবি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭