ইনসাইড গ্রাউন্ড

অলিম্পিকে ক্রিকেট দল পাঠাবে ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2021


Thumbnail

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ২০২৮ সালের অলিম্পিকে নারী ও পুরুষ ক্রিকেট দল পাঠাতে সম্মত হয়েছে। ভারত নারী দল অবশ্য আগামী বছর বার্মিংহামে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসেও অংশ নিবে। অলিম্পিকে ভারতের অংশ নেওয়ার ইচ্ছে আইসিসিকে (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) অলিম্পিকে ক্রিকেট সংযুক্ত করার ব্যাপারে দারুণভাবে প্রেরণা জুগাবে। অলিম্পিকে সর্বশেষ ক্রিকেট ইভেন্ট হয়েছিল ১৯০০ সালে।

অলিম্পিকে ভারত ক্রিকেট দলের অংশ গ্রহনের ইচ্ছের বিষয়টি সম্মতিতে আসে গতকাল (১৬ এপ্রিল) বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটির সভায়। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বিসিসিআইয়ের একটি বিশ্বস্ত সূত্র জানায়, ‘বোর্ড এ বিষয়ে সম্মত হয়েছে যে যদি লস অ্যাঞ্জেলস (২০২৮ সালে) অলিম্পিকে ক্রিকেট যুক্ত হয় তবে দুইটি (নারী ও পুরুষ) দলই পাঠাবে। এটি নারী ও পুরুষ উভয় ক্রিকেটের জন্যই দারুণ ব্যাপার হবে।’

সম্প্রতি ক্রিকেটের বিশ্বায়ন করতে আইসিসি যথেষ্ঠ চেষ্টা করছে অলিম্পিকের মত বিশ্বের অন্যতম বড় আসরে ক্রিকেট ইভেন্টকে যুক্ত করতে। ইতোমধ্যে একটি কমিটিও গঠন করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭