ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুর রায়পুরের ইউএনও করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2021


Thumbnail

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৬ এপ্রিল) বিকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নমুনা পরীক্ষায় তাঁর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে ইউএনও সাবরীন চৌধুরী তার সরকারি বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন।

জানা যায়, করোনা মহামারি সংক্রমণের দ্বিতীয় ঢেউতে লকডাউন বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করছিলেন তিনি। গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে তিনি অসুস্থতা বোধ করেন। পরে বিকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে গিয়ে তিনি নমুনা দেন। শুক্রবার বিকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।

এদিকে ইউএনও সাবরীন চৌধুরী করোনা আক্রান্ত এ খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা থেকেই রায়পুর উপজেলাবাসী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর জন্য দোয়া চেয়েছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭