ইনসাইড গ্রাউন্ড

‘অ্যাটাকিং’ গার্দিওলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/09/2017


Thumbnail

প্রিমিয়ার লিগের গত কয়েক ম্যাচে যে প্রতিপক্ষকেই সামনে পেয়েছেন তাকেই গুড়িয়ে দিয়েছেন। তিন দলের ম্যানেজার ক্যারিয়ারে ম্যানচেস্টার সিটিতে পেয়েছেন সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগ। যা সম্ভবত পেপ গার্দিওলা বার্সেলোনা কিংবা বায়ার্ন মিউনিখেও পাননি।

প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে গোল ব্যবধানের দিকে তাকালেই বোঝা যাবে, ম্যানসিটিকে কেন সেরা আক্রমণভাগ বলা হচ্ছে। এটাও বোঝা যায় যে গত তিন ম্যাচে তিনি নাম বিচার করেননি কোনো দলের। তিনি শুধু তার খেলোয়াড়দের মাঠে নামিয়েছেন ম্যাচ জেতার জন্য। যার ফল এসেছে হাতেনাতে। লিভারপুলের মত দলও গোলবন্যায় ভেসেছে।

রক্ষণভাগের খেলোয়াড়দের কাজ আক্রমণ রুখে দেয়া। আর আক্রমণভাগের খেলোয়াড়রা গোল এনে দেন দলকে। কিন্তু পেপ গার্দিওলানতুন এক ফর্মেশনের উদ্ভাবন করেছে, ২-১-৪-৩। আর এই ফর্মেশনে দুইজন মূল ডিফেন্ডার বাদে প্রায় সবাই প্রতিপক্ষের অংশে চলে যাওয়ার স্বাধীনতা পেয়ে থাকেন।

নতুন এই ফর্মেশনে খেলোয়াড়রা খুব একটা বল হারান না। ক্রিস্টাল প্যালেস বনাম ম্যান সিটির ম্যাচটি দেখলে আর পরিষ্কার ধারণা পাওয়া যায়। মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন ও ডেভিড সিলভা এই দলের প্রাণশক্তি। তারাই মূলত দলের স্ট্রাইকারকে বেশিরভাগ বলের জোগান দিয়ে থাকেন প্রতিপক্ষের গোলপোস্টের সামনে।

গত তিন ম্যাচের ফলাফল ৫-০, ৬-০ কিংবা ৫-০ গোলে জয় গুলোই বুঝিয়ে দেয় যে বর্তমান ম্যানসিটি দলটি চেলসির তুলনায় কতটা শক্তিশালী।

হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড গত সপ্তাহে সাউদাম্পটনের সঙ্গে জিতেছিল মাত্র ১-০ গোলের ব্যবধানে কিন্তু গার্দিওলাএসবের তোয়াক্কাও করছেন না। নিজের দলের ব্যাপারে বেশি সচেতন এই স্প্যানিশ।

ম্যানচেস্টার ইউনাইটেডকে যদি ম্যানসিটির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হয় তাহলে একমাত্র উপায় হচ্ছে প্রটি খেলায় ক্লিনশিট ধরে রাখা। অন্যদিকে পেপ গার্দিওলার ম্যানসিটির অবস্থা এখন এমন যে কোনো কিছু না দেখেই খেলোয়াড়রা মাঠে নামেন প্রতিটা ম্যাচকে নকআউট রাউন্ডের ম্যাচ মনে করে। আর তাতেই ফল পাচ্ছেন হাতেনাতে।

বর্তমান ম্যানসিটির সামনে কোনো দলের রক্ষণভাগই কোনো সমস্যা নয়। কারণ গার্দিওলা দলকে যেভাবে খেলাচ্ছেন আর খেলোয়াড়রাও তাদের ফর্ম ধরে রেখেছে তাতে এই মৌসুমে ভালো করার সুযোগ আছে ম্যানসিটির।

তথ্যসূত্রঃ গোল ডটকম


বাংলা ইনসাইডার/এনআই/ডিআর/জেডএ 






প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭