ইনসাইড গ্রাউন্ড

ভারতের ভিসা পাবেন বাবর আজমরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2021


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা বা জটিলতায় পড়তে হবে না পাকিস্তান দলকে। ভারত সরকারের কাছ থেকে পাকিস্তানিদের ভিসার নিশ্চয়তা দেওয়া হয়েছে বলে জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের সচিব জয় শাহ।

দুই দেশের বৈরি রাজনৈতিক সম্পর্কের প্রভাব ক্রিকেটে পড়েছে প্রবলভাবেই। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ অনেক বছর ধরে। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসার নিশ্চয়তা চেয়ে বেশ কিছুদিন ধরেই উচ্চকিত ছিল পাকিস্তানের বোর্ড।

যদিও বিশ্বকাপের মতো আসরের জন্য ভিসা না পাওয়া কল্পনা করা কঠিন। তবে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে এ অনিশ্চয়তা অমূলকও ছিল না। ব্যাপারটি শুধু ক্রিকেট বোর্ড বা আইসিসির নয়, ভারতীয় সরকার এখানে জড়িয়ে।

এবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের একজন সদস্যের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, শুক্রবার কাউন্সিলের সভায় জয় শাহ নিশ্চিত করেছেন পাকিস্তানিদের ভিসা নিয়ে সমস্যা হবে না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭