ওয়ার্ল্ড ইনসাইড

ভূমধ্যসাগরে নৌকাডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2021


Thumbnail

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক যৌথ বিবৃতিতে জানায়, দক্ষিণ-পূর্ব তিউনিসিয়ার সিদি মানসুর উপকূলে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তারা জানায়, ‘এক শিশুসহ ৪১ জনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।’

শুক্রবার পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালানো হয়। তিউনিসিয়ার ন্যাশনাল কোস্টগার্ড তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক তথ্যানুসারে জানা যাচ্ছে, অভিবাসনপ্রত্যাশীরা সাব-সাহারার আফ্রিকার বাসিন্দা।

আইওএম সূত্রে জানা যায়, এ বছর ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মারা গেছেন অন্তত ৪০৬ জন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭