ওয়ার্ল্ড ইনসাইড

২ মের পর দিদি সাবেক মুখ্যমন্ত্রী বললেন মোদি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2021


Thumbnail

পশ্চিমবঙ্গে নির্বাচনী জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘২ মের পর দিদি (মমতা) হবেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী’।

আজ শনিবার  বিধানসভার নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ হয়। আর এর মধ্যেই পশ্চিম বর্ধমানের জেলা সদর আসানসোলে বিজেপির এক নির্বাচনী জনসভায় যোগ দেন মোদি। এই আসানসোলের দুটি বিধানসভা নির্বাচন ২৬ এপ্রিল।

দুপুরে মোদি আসানসোলের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বলেছেন, ‘এবার বাংলার মানুষ ঠিক করেছেন, এই বাংলায় আর দিদিকে রাখবেন না। তাই ২ মে ফলাফল ঘোষণার দিন দিদি হয়ে যাবেন সাবেক।
 
মোদি বলেন, এখন পর্যন্ত চার দফার ভোটদান, তৃণমূল হয়ে গেছে খানখান। আর বাকি ৩ দফায় তৃণমূল হয়ে যাবে একেবারে সাফ।

মোদি বলেন, ২ মে আসতে আর ১৫ দিন বাকি। তারপরই দিদির বিদায়ের পালা। বিজেপির সরকার গড়ার পালা। এই বাংলায় বিজেপি দিদিকে হটিয়ে গড়বে নতুন সরকার। ডাবল ইঞ্জিন সরকার। দিল্লি এবং কলকাতার এই একই দলের ডাবল ইঞ্জিন সরকার মিলে এই বাংলাকে গড়ে তুলবে সোনার বাংলা হিসেবে। কলকাতা হবে ভারতের সাংস্কৃতির রাজধানী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭