ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে ফেডেক্সের সাবেক কর্মীই গুলি করে হত্যা করে ৮ জনকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2021


Thumbnail

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিসে ফেডেক্সের কার্যালয়ে হামলা চালায় পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মী। গত বৃহস্পতিবার তাঁর গুলিতে নিহত হন আট ব্যক্তি। বন্দুকধারী নিজের গুলিতেই আত্মহত্যা করেন। স্থানীয় সময় শুক্রবার বিষয়টি জানিয়েছেন মার্কিন কর্তৃপক্ষ।

এএফপির খবরে বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে দক্ষিণ এশিয়ার শিখ সম্প্রদায়ের চারজন রয়েছেন। জাতিগত বা বর্ণবিদ্বেষ থেকে এই হামলা চালানো হয়েছে কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছে।

ইন্ডিয়ানাপোলিসের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ফেডেক্সের কার্যালয়ে হামলা চালান বন্দুকধারী। তাঁকে ফেডেক্সের সাবেক কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে। ১৯ বছর বয়সী ওই ব্যক্তির নাম ব্রানডন হোল। ইন্ডিয়ানাপোলিসের ডেপুটি পুলিশ চিফ ক্রেইগ ম্যাককার্ট বলেন, ‘ফেডেক্সের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে হোল তাঁদের সহকর্মী ছিলেন। ২০২০ সাল পর্যন্ত তিনি ফেডেক্সে কর্মরত ছিলেন।’

দ্য শিখ কোয়ালিশন জানায়, নিহত ব্যক্তিদের চারজন শিখ সম্প্রদায়ের লোক। এ ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্ত চালাতে কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তাঁরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭