ওয়ার্ল্ড ইনসাইড

পশ্চিমবঙ্গে পঞ্চম দফায় ভোট; ৩ টা পর্যন্ত ভোট পড়ল ৬৯.৪০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2021


Thumbnail

শান্তিপূর্ণ ভাবেই শুরু হয়েছিল পঞ্চম দফার ভোটগ্রহণ। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনাও বাড়তে থাকে। সংঘর্ষ হয় কয়েক জায়গায়।  তারপরও সকাল ৭টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রাজ্যে ৬৯.৪০ শতাংশ ভোট পড়েছে।

শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান, এই ৬ জেলার ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। 

পাহাড়ের পরিস্থিতি একেবারেই শান্তিপূর্ণ ছিল। ৩টা পর্যন্ত দার্জিলিংয়ে ভোট পড়েছে ৬৪.১০ শতাংশ। জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে যথাক্রমে ৭৪.৮২ এবং ৬২.৭১ শতাংশ ভোট পড়েছে। নদিয়ায় সকাল থেকে ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৭২.৭৪ শতাংশ।

উত্তর ২৪ পরগনায় ৩টা পর্যন্ত ৬৫.৫২ শতাংশ ভোট পড়েছে। পূর্ব বর্ধমানে ৭২.২৫ শতাংশ ভোট পড়েছে। তবে এর আগে কয়েক দফায় ৮০ শতাংশের ওপরে ভোট পড়ে। এবার ৬ জেলার ৪৫টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হল। আরও ৩ দফায় বিধানসভার ভোট হওয়ার কথা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭