ইনসাইড বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে শিশুকে বিষপান করিয়ে আত্নহত্যার চেষ্টা এক দম্পতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/04/2021


Thumbnail

এক দম্পতি ও তার সাত মাসের শিশু কন্যাকে বিষপান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। আর এই ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার কদমপুর উমরাডাঙ্গী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দম্পতি বেঁচে গেলেও কন্যা শিশুটি বিষক্রিয়ায় মারা যান। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে রাণীশংকৈল থানা পুলিশ। বিষপান করা দম্পতি হলেন- ওই গ্রামের আজিম উদ্দীনের ছেলে ইয়াসিন আলী ও তার স্ত্রী শিমু এবং সাত মাসের কন্যা।

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে রাগের বশবর্তী হয়ে ওই দম্পতি নিজেরাসহ তাদের সাত মাসের কন্যা সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করে। তবে তাদের বিষ খাওয়ার ঘটনা টের পেয়ে পরিবারের অন্য সদস্যরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসায় তাৎক্ষণিক দম্পতিকে বাচাঁনো গেলেও সাত মাসের শিশুটিকে বাচাঁনো সম্ভব হয়নি।

এ বিষয়ে রাণীশংকৈল থানা ওসি এস,এম জাহিদ ইকবাল জানান, ঘটনাটি জানার পর তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিয়েছি। শিশুটিকে ময়নাতদন্ত করার জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭