ওয়ার্ল্ড ইনসাইড

করোনাভাইরাসে বিশ্বে মৃত্যুর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/04/2021


Thumbnail

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। তারপর ব্রাজিল, মেক্সিকো এবং ভারতে।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস আধানম বলেন, ``নতুন শনাক্ত আর মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে নতুন শনাক্ত হওয়ার সংখ্যা গত দুইমাসে দ্বিগুণ হয়ে গেছে।``

যুক্তরাষ্ট্র, ভারত আর ব্রাজিলে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। ভারতেই শুধুমাত্র শুধুমাত্র শনিবার ২ লাখ ৩০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, এই তিন দেশ মিলেই কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখের বেশি মানুষের।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বিশ্বে প্রতিদিন প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭