ইনসাইড ক্যারিয়ার

বিসিএস ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/09/2017


Thumbnail

বিসিএস লিখিত পরীক্ষার মাত্র ২ দিন বাকি ছিল। তাই প্রিলিমিনারি যারা টিকেছে তাঁদের দম ফেলার সময় নেই। মিঠুনও পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিয়েছিল। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগে থেকেই তাঁর রাতে ঘুম নেই।

পরীক্ষার প্রথম দিন অর্থাৎ আগের রাতেও ঘুম আসেনি মিঠুনের। কারণ টেনশন। তৃতীয় পরীক্ষার আগের রাতে শারীরিক ও মানসিক দুর্বলতা, পেটে ব্যাথা,বমি ইত্যাদি কারণে হলের বন্ধুরা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এভাবে টেনশনে না ঘুমিয়েই পরীক্ষাগুলো দিয়েছে সে।। কষ্ট করে কোনোরকমে পরীক্ষা শেষ করে মিঠুন।

বিসিএস একজন চাকরি প্রার্থীর জন্য সোনার হরিণের মতো। দিনের পর দিন কষ্টের ফসল বিসিএস। তাই অনেক চাকরি প্রার্থীই তাঁর সবটুকু দিয়ে বিসিএসের জন্য পড়াশুনা করে। বিসিএস ক্যাডার হতে হলে ভালোভাবে পড়তেই হবে, তাই বলে নিজের স্বাস্থ্য নষ্ট করে নয়।

বর্তমান সময়ে ছোট একটা সরকারি চাকরি পাওয়াও অনেক কঠিন। সেদিক দিয়ে বিসিএসের চাকরি হতে হলে একজন চাকরি প্রার্থীকে বর্ণনাতীত পরিশ্রম করতে হয়। এই পরিশ্রম শুধু সেসময়ই সফল হয় যখন বিসিএস হয়। কিন্তু বিসিএস হওয়ার আগে পর্যন্ত প্রায় সব বিসিএস প্রার্থীকেই ভোগান্তি ও বিড়ম্বনার সম্মুখীন হতে হয়।

অনেক বিসিএস পরীক্ষার্থীর বন্ধুবান্ধব পড়াশুনা শেষ করেই সরকারি কোনো চাকরি বা বেসরকারি চাকরি শুরু করে। তাই বিসিএসের চাকরি না হওয়া পর্যন্ত অনেক প্রার্থীকেই চাকরি না হওয়ার বঞ্চনা পোহাতে হয়। অর্থাৎ চাকরি না হওয়ার জন্য কথা শুনতে হয়। অথচ দিনের পর দিন তাঁদের কষ্টটা কেউই দেখে না। এমনকি চাকরি না হওয়াতে অনেক বিসিএস প্রার্থীকে বাসা থেকে টাকা দেয়া বন্ধ করে দেয়া হয়। তাই বেঁচে থাকার তাগিদে তাঁদের পড়াশুনার সময়ে টিউশনি করতে হয়।

অনেকের ভালো প্রস্তুতির পর এবং কয়েকবার বিসিএস পরীক্ষা দেওয়ার পরও বিসিএস হয় না। চাকরি না হওয়াতে তাঁদের বাইরে যেতে ভালো লাগে না। কোন বন্ধুর সঙ্গে দেখা করতেও তাঁদের ইচ্ছা হয় না। তাই বন্ধুদের সঙ্গে একপ্রকার দূরত্ব তৈরি হয় তাঁদের। তাঁরা একপ্রকার ঘরবন্দি ও একা হয়ে পড়ে।

বিসিএসের জন্য দীর্ঘ সময় অপেক্ষাও অনেক বিসিএস প্রার্থীর মধ্যে ভোগান্তি তৈরি করে। বিসিএস প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও রেজাল্টসহ পুরো কার্যক্রম শেষ করতে একজন প্রার্থীর কমপক্ষে দেড় থেকে দুই বছর লেগে যায়। এরপরে শারীরিক পরীক্ষা, ট্রেনিং এবং পোস্টিং হতে হতে আরও অনেক সময় চলে যায়। তাই অনেকের পক্ষে ধৈর্য রাখাও কষ্ট হয়ে যায়।

বাংলাদেশে বিসিএস হলো একজন চাকরি প্রার্থীর জন্য ওপরে উঠার সিঁড়ি। তাই প্রায় সব চাকরি প্রার্থীরই বিসিএস নিয়ে কৌতূহলের শেষ নেই। কিন্তু বিভিন্ন সমস্যা থাকায় অনেকেই বিসিএসের প্রতি আগ্রহী হয় না বা মাঝপথে আগ্রহ হারিয়ে ফেলে। তাই কম সময়ে রেজাল্ট, তাড়াতাড়ি নিয়োগসহ আরও কিছু ব্যাপার সমাধান করা গেলে চাকরি প্রার্থীদের ভোগান্তি অনেকখানি কমে যেত।

বাংলা ইনসাইডার/এসএম/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭