কালার ইনসাইড

বাংলাদেশে ৮০ ভাগ পুরুষ স্ত্রীর নির্যাতনের শিকার: নোবেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/04/2021


Thumbnail

`সারেগামাপা` রিয়েলিটি শোয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন বাংলাদেশের মাইনুল আহসান নোবেল। বিভিন্ন সময় উদ্ভট মন্তব্যের জেরে অসংখ্য মানুষের অপছন্দের পাত্র হয়ে উঠেছেন। এমনকি মাঝে মাঝে আপত্তিকর ভাষায় গালাগালও শুনতে হয় তাকে।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নোবেল লিখেছেন, ইদানিং নারীর অগ্রাধিকার চর্চা করতে গিয়ে আমরা `সমাধিকার` শব্দটি ভুলে যাচ্ছি না তো? কিছু হইলেই আগে পুরুষরে ধইরা পিটাও! অথচ রিসার্চে পাওয়া গেছে, বাংলাদেশে ৮০% বিবাহিত পুরুষ স্ত্রীর মানসিক নির্যাতনের শিকার। বিষয়টা একবার ভেবে দেখবেন।`

ঘণ্টা পেরুতে না পেরুতেই পোস্টটিতে এক হাজারের বেশি কমেন্ট পড়েছে। সেখানে অনেকেই নোবেলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন- আপনার দুঃখ ভারাক্রান্ত পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, আজকে হয়তো আপনার বউয়ের সাথে এক চোট হয়ে গেছে। না হলে কোথাও ফেঁসে গেছেন। আরেকজন লিখেছেন-`নোবেল ভাইয়া যে বউয়ের কেলানি খাইছে এটা সোজাসুজি বলতে না পেরে ঘুরিয়ে প্যাঁচিয়ে এই পোস্টটা দিছে।` কেউ লিখেছেন- `এতদিন মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। আজ ঘরে ঢুকলে ১০০% শারীরিক নির্যাতনের শিকার হবেন।` 

জিনিয়া জুঁই নামের এক নারী অবশ্য নোবেলকেই সমর্থন করে লিখেছেন, `আমি একজন নারী হয়েই বলছি ইদানিং নারীদের একটু বেশি ছাড় দেওয়া হচ্ছে.. এত ছাড় দেওয়ায় আবার উচিত নয়.. হ্যাঁ ঠিক আছে নারী পুরুষের সমান অধিকার তাই বলে কি নারীর কোনো অপরাধ নেই.. তারা দুধে ধোয়া তুলসী পাতা। তারপরে আবার এই প্রথমবার দেখলাম "পাবলিক নারীর চরিত্রের কথা বাদ দিয়ে পুরুষের চরিত্র কেমন সেটা যাচাই-বাছাই করছে এবং সর্বশেষে তাকে আইনের আওতায় এনে ছাড়ছে।`



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭