ইনসাইড গ্রাউন্ড

টসে জিতে ফিল্ডিংয়ে কলকাতা বাদ পড়লেন সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/04/2021


Thumbnail

আগের ম্যাচের পারফরম্যান্সের পরই শঙ্কা জেগেছিল সাকিব আল হাসানের বাদ পড়ার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দুই ওভার বল করেই দিয়েছিলেন ২৪ রান। ব্যাট হাতেও ২৫ বল খেলে করেন মাত্র ২৬ রান।

শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের একাদশ থেকে বাদ পড়লেন সাকিব। আইপিএলের নিজেদের চতুর্থ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত দিয়েছে কলকাতা ক্যাপ্টেন মরগ্যান। এই ম্যাচের একাদশে সাকিবের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারিনকে দলে নিয়েছে দলটি।

কলকাতা নাইট রাইডার্স

শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, এইউন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ।

চেন্নাই সুপার কিংস

রুতুরাজ গায়কদ, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়, উইকেট রক্ষক), লুঙ্গি এনগিডি, শার্দুল ঠাকুর ও দ্বীপক চাহার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭