ইনসাইড হেলথ

স্যানিটাইজার কেনার আগে যা দেখে নিবেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/04/2021


Thumbnail

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। তাই সংক্রমণ কমাতে আবারও লকডাউনে রয়েছে সারাদেশ। করোনা সংক্রমণের উত্তম মাধ্যম হচ্ছে হাত। তাই স্বাস্থ সংস্থাগুলো বার বার হাত জীবাণুমুক্ত করার ব্যাপারে সতর্ক করছেন। আমরাও অনেকটা এ ব্যাপারে সচেতন হয়েছি। ঘনঘন হাত পরিষ্কার করছি। বাইরে গেলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছি। তবে বাজারে এখন বিভিন্ন কম্পানীর বিভিন্ন রকম স্যানিটাইজার এসেছে। তাই স্যানিটাইজার কেনার ক্ষেত্রে কিছু বিষয় জেনে রাখা জরুরী। 

স্যানিটাইজারের মূল উপাদান হলো অ্যালকোহল। তবে সব ধরনের অ্যালকোহল কি আপনার ত্বকের জন্য ভালো? বিশেষজ্ঞরা বলছেন, মোটেই তা নয়। তাই হ্যান্ড স্যানিটাইজার কেনার আগে ভালো করে দেখে নেওয়া উচিত। কারণ কিছু অ্যালকোহল আছে, যেগুলো স্যানিটাইজারে মেশানো থাকলে ক্ষতি হয় ত্বকের।

অ্যালকোহল সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি ফ্যাটি অ্যালকোহল, অন্যটি সাধারণ অ্যালকোহল। এর মধ্যে প্রথমটিকে বিজ্ঞানের ভাষায় সলিড অ্যালকোহল বলা হয়। মূলত উদ্ভিদ থেকেই এটি পাওয়া যায়। সেটিল, স্টিরিল বা সেটিরিল গোত্রের অ্যালকোহল এ বিভাগের মধ্যে পড়ে। এগুলো ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ব্যাকটেরিয়ার মতো জীবাণু মারতে সাহায্য করে। ত্বকের কোনো ক্ষতি হয় না এ ধরনের অ্যালকোহল থেকে।

অন্যদিকে সাধারণ অ্যালকোহল ত্বককে করে দেয় শুষ্ক। ইথানল, মেথানল, বেনজিল, ইসোপ্রোপিল, মেথিল এ গোত্রের মধ্যে পড়ে। তাই ত্বকে ব্যবহারের জন্য স্যানিটাইজারসহ বিভিন্ন প্রসাধনী কেনার আগে তাতে এ ধরনের ক্ষতিকর অ্যালকোহল মেশানো আছে কি-না দেখে কিনবেন।

ত্বক যদি বেশি শুষ্ক হয়ে পড়ে সেক্ষেত্রে নানা ধরনের চর্মরোগ হতে পারে। এমনকি স্ক্রিন ক্যান্সার হওয়ারও আশঙ্কা থাকে এ জাতীয় অ্যালকোহল মিশ্রিত জিনিস দীর্ঘদিন ব্যবহারের মাধ্যমে। তাই এখন থেকে স্যানিটাইজার কেনার আগে সচেতন থাকুন।

স্যানিটাইজার জীবাণু মারতে সক্ষম, তবে সব জীবাণু নয়। আদর্শ নিয়ম অনুযায়ী ৬০ থেকে ৯৫ শতাংশ অ্যালকোহল রয়েছে, এমন স্যানিটাইজারই সবচেয়ে ভালো। এই মাত্রার স্যানিটাইজার করোনার জীবাণু মারতে সক্ষম। অ্যালকোহল নেই, এমন স্যানিটাইজার কিন্তু কোনো কাজেই লাগবে না।

অধিকাংশ স্যানিটাইজারের এক্সপায়ারি ডেট হয়। ওই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে স্যানিটাইজারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। তাই বাড়িতে প্রয়োজনের তুলনায় বেশি স্যানিটাইজার রাখাও বিচক্ষণের কাজ নয়। তাছাড়া বেশিদিন ঘরে রেখে দিলে স্যানিটাইজারের অ্যালকোহলের পরিমাণ কমে যায়। স্যানিটাইজার কেনার আগে বোতলের গায়ে কম্পোজিশন জেনে নিন। এতে অ্যান্টিব্যাক্টেরিয়াল, অ্যান্টিভাইরাল ধর্ম রয়েছে কি না। স্যানিটাইজার দিয়ে অন্তত ২০ সেকেন্ড কচলে কচলে হাত ধুতে হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭