ওয়ার্ল্ড ইনসাইড

সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে করোনা আক্রান্ত ৩ লাখ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/04/2021


Thumbnail

করোনার  আগের সব রেকর্ড ভেঙে গেছে ভারতে। দেশটিতে একদিনে (২১ এপ্রিল) ৩ লাখ ১৫ হাজার ৭২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর একদিনে মারা গেছেন ২ হাজার ১০২ জন। আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী এ সংখ্যা জানা গেছে।

এর আগের দিন (২০ এপ্রিল) দেশটিতে করোনায় আক্রান্ত হন ২ লাখ ৯৪ হাজার ২৯০ জন। আর মারা যান ২ হাজার ২০ জন। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৭৩২ জন। আর মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৬৭২ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৩৭১ জন। 

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাস্তানাবুদ অবস্থা ভারতের। একের পর এক করোনা হাসপাতাল চালু করেও রোগী সামলাতে পারছে না দেশটি। রয়েছে অক্সিজেনের তীব্র সংকট। হাসপাতাল থেকে শ্মশানঘাট যে দিকে তাকানো যায় শুধু রোগী আর লাশ বহনের দৃশ্য চোখে পড়ে, বলছেন চিকিৎসকরা। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭