ইনসাইড আর্টিকেল

প্রেমের সম্পর্কে যে ভুলগুলো কখনোই করবেন না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/04/2021


Thumbnail

প্রেম বা ভালোবাসার সম্পর্ক মধুর সম্পর্ক গুলোর মধ্যে অন্যতম। এই সম্পর্কে একজন ভালো সঙ্গী যেমন জীবনকে সুন্দর সুখময় করে তোলে, তেমনি খারাপ সঙ্গীর কারণে জীবন হয়ে ওঠে বিষাদময়। সম্পর্কের আচরণবিধি নির্ধারণ খারাপ সঙ্গীও হতে পারে উত্তম সঙ্গী। তাই সম্পর্ক সুস্থ রাখতে কিছু বিষয়ে মনযোগ দেওয়া খুবই জরুরী। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে আপনার কী করা উচিত সেটা জানা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কি করা উচিৎ নয় সেটাও জানা জরুরী। 

সুখী সম্পর্ক চাইলে আপনাকে কিছু বিষয় অবশ্যই এড়িয়ে চলতে হবে। ভারতের ফ্যাশন ও জীবনধারাবিষয়ক বিখ্যাত সাময়িকী ফেমিনার এক প্রতিবেদনে এমন পাঁচ পরামর্শ দেওয়া হয়েছে, যা সুখী সম্পর্কের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। আসুন, আসুন সেসব দেখে নিই—

দ্বন্দ্বে জড়াবেন না
একেবারে বিতর্কহীন মানুষ হওয়াটা খুবই কঠিন কাজ। তবে সম্পর্কের ক্ষেত্রে যেকোনো বিষয়ে মুখোমুখি দ্বন্দ্বহীন আলাপ জরুরি। যদি ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব জিইয়ে রাখেন, তবে সম্পর্কের ক্ষেত্রে তা জটিলতা বাড়াবে। তাই যেকোনো বিষয়ে দ্বন্দ্বে না জড়িয়ে বসুন, আলাপ করুন।

প্রাক্তনের সঙ্গে তুলনা করবেন না
যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই এটি অন্যতম রেড ফ্ল্যাগ—আপনার সাবেক প্রেমিকার সঙ্গে বর্তমান সঙ্গীর তুলনা করবেন না। প্রত্যেকের নিজস্ব ভুলভ্রান্তি রয়েছে, কিন্তু অন্যের সঙ্গে তুলনা করার চেয়ে খারাপ কী হতে পারে। কারণ, আপনারও তো অতীত রয়েছে। তাই বর্তমানের ওপর মনোযোগ দিন এবং সম্পর্ককে শক্তিশালী করতে জোর প্রচেষ্টা চালান। অতীতের ভুল থেকে শিক্ষা নিন আর ভুলের পুনরাবৃত্তি করবেন না।

বিচ্ছেদের হুমকি দেবেন না
এই ভয়াবহ ভুলটি আপনার সম্পর্কের কালো মেঘকে আরো ঘন করে তুলবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। তর্কাতর্কি হতেই পারি, কিন্তু তাই বলে ছেড়ে যাওয়ার হুমকি পর্যন্ত পৌঁছাতে পারে না। এতে সঙ্গীর মনে এ ধারণা জন্মাতে পারে, আপনি হয়তো সম্পর্ক টিকিয়ে রাখতে অনিচ্ছুক। আর এভাবেই আপনাদের সম্পর্ক ইতির কাছাকাছি পৌঁছে যেতে পারে। তাই যুগলের কথাবার্তায় এ শব্দটি যথাসম্ভব এড়িয়ে যাওয়াই মঙ্গল।

সঙ্গীকে বদলানোর চেষ্টা করবেন না
যখন আপনি সম্পর্কে রয়েছেন, এর মানে দাঁড়ায়, সঙ্গী যেমনই হোক, আপনি তা মেনে নিয়েছেন। আপনার পছন্দ বা অপছন্দের ওপর নির্ভর করে তাকে বদলানোর চেষ্টা করাটা ঠিক নয়। আপনি বা আপনার সঙ্গী স্বভাবগতভাবে যেমন, তার ভেতর দিয়ে এগিয়ে যান। ভালো ও মন্দকে গ্রহণ করতে শিখুন। একসময় দুজনের বোঝাপড়াটা এমনিতেই দৃঢ় হয়ে যাবে।

আবেগ পুষে রাখবেন না
ছোট হোক বা বড়, সঙ্গীর যেকোনো বিষয় নিয়ে তার সঙ্গে খোলামেলা আলোচনা করুন। নিজের ভেতর পুষে রাখলে এমনটাও হতে পারে, আপনি যেটাকে বড় করে দেখছেন, সেটা অত বড় কিছু না-ও হতে পারে। এ ছাড়া নিজের ভেতর কিছু পুষে রাখলে আপনার সঙ্গীকে বোঝার সুযোগটাও হারাবেন। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন, এতে আপনার মনের ভেতর থাকা সংশয় দূর হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭