ইনসাইড আর্টিকেল

রোজা অবস্থায় দাঁত ব্রাশ করলে কি রোজা হবে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/04/2021


Thumbnail

অনেকেই রোজা রাখা অবস্থায় পেস্ট বা মাজন দিয়ে দাঁত মাজেন। তবে এতদিন মনের মধ্যে প্রশ্ন জাগেনি। এখন হঠাৎ মনে প্রশ্ন জেগেছে রোজা রেখে কি ব্রাশ করা যাবে? এতে কি রোজা নষ্ট হতে পারে? চলুন তবে জেনে নেই হাদীস কি বলে:-
 
রোজা থাকা অবস্থায় টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করা মাকরূহ। মাকরুহ হারামের কাছাকাছি একটি শব্দ। মাকরুহ দুই প্রকার। মাকরুহে তাহরীমী ও মাকরুহে তানযীহী। যেসব নিষিদ্ধ বিষয় অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত সেগুলোকে ফকীহগণ হারাম বলেছেন। আর যেসব বিষয়ের নিষিদ্ধতা অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত হয়নি ফকীহগণ সেগুলোকে মাকরুহ বলেছেন।

তাছাড়া পেস্ট বা মাজন গলার ভেতর চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর চলে গেলে রোজাই নষ্ট হয়ে যাবে। তাই রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন ব্যবহার করা যাবে না। টুথপেস্ট বা মাজন দিয়ে ব্রাশ করতে হলে সাহরির সময় শেষ হওয়ার আগেই করে নিতে হবে। সূত্র : ইমদাদুল ফাতাওয়া: ২/১৪১; জাওয়াহিরুল ফিকহ: ৩/৫১৮

তবে রোজা থাকা অবস্থায় মেসওয়াক বা দাঁতন দিয়ে দাঁত মাজতে পারেন। এতে রোজা নষ্ট হয়না। বরং এটির মাধ্যমে সুন্নত পালিত হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭