ওয়ার্ল্ড ইনসাইড

রকেট ম্যানের জন্য গন্ডারের শিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/09/2017


Thumbnail

২০১৫ সালের ঘটনা। আফ্রিকার দেশ মোজাম্বিকে কিম জং সু নামের এক উত্তর কোরীয় নাগরিককে আটক করা হয়। একই সঙ্গে আটক হন দক্ষিণ আফিকায় নিযুক্ত উত্তর কোরীয় দূতাবাসের কাউন্সিলর। তাঁদের গাড়িতে নগদ এক লাখ মার্কিন ডলার পাওয়া যায়। আরও ছিল সাড়ে চার কেজি ওজনের গন্ডারের শিং। পরে প্রমাণিত হয়, কিম জং সু উত্তর কোরিয়ায় স্পাই। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা থেকে পালিয়ে যান তিনি। 

চোরাচালানের এক স্বর্গ খুঁজে পেয়েছে উত্তর কোরিয়া। স্বর্গটির নাম আফ্রিকা। আর এই স্বর্গের মূল আকর্ষণ গন্ডারের শিং। গন্ডার হত্যা করে শিং কেটে নিয়ে বিক্রি করা হয় চড়ামূল্যে। প্রাণীহত্যার এই ঘৃণ্য ব্যবসায় জড়িত উত্তর কোরিয়ার স্পাই থেকে শুরু করে দূতাবাস কর্মকর্তারাও।

উত্তর কোরিয়ার গণ্ডারের শিং ব্যবসার শুরুটা বেশ আগেই, আশির দশকে। দি ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৬ সাল থেকেই গণ্ডারের শিং ব্যাবসায় জড়িত উত্তর কোরিয়ার নাগরিকরা। ওই সময় থেকে এখন পর্যন্ত গন্ডারের শিং ব্যবসায় ২৯ কূটনীতিকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, যার ১৮ জনই উত্তর কোরীয়।

অনেকই উত্তর কোরীয় কূটনীতিকদের চোরাচালানে সংশ্লিষ্টতার পেছনে অল্প বেতনকে দায়ী করেন। তবে বাস্তবতা হলো কূটনীতিকসহ উত্তর কোরীয় কোনো নাগরিক বৈধ বা অবৈধ পথে যত সম্পদই গড়ুক না কেন তা চলে যাবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কোষাগারে।

ধারণা করা হয় বিশ্বজুড়ে চোরাচালান, অবৈধ অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অবৈধ মাধ্যমে শত কোটি মার্কিন ডলার আয় করে উত্তর কোরিয়া।

আফ্রিকার কিছু দেশে উত্তর কোরিয়ার কূটনীতকদের আবার বিশেষ সুবিধা আছে। ঔপনিবেশবাদের পতনের পর আফ্রিকার অনেক দেশে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা দাদা কিম ইল সাংকে বিশেষ সম্মান দেওয়া হয়। ইল সাং বর্তমান উত্তর কোরীয় নেতা কিম জং উনের (সম্প্রতি ডাক নাম পেয়েছেন রকেট ম্যান) দাদা। আফ্রিকার অন্তত সাতটি দেশে বিশেষ খাতির পান উত্তর কোরিয়ার কূটনীতিকরা। আর এজন্য গন্ডারের শিং, হাতির দাঁত, স্বর্ণ চোরাচালান, অস্ত্র ব্যবসা সহ সহ উত্তর কোরিয়ার কূটনীতিকদের বিভিন্ন সংশ্লিষ্টতা জানলেও দেশগুলো তা বন্ধে ততটা উদ্যোগী হয়না।

সূত্র: দি ইকোনমিস্ট

বাংলা ইনসাইডার/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭