ইনসাইড আর্টিকেল

ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে মাটির শো পিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/04/2021


Thumbnail

ঘর হলো মানুষের আপন ঠিকানা। বিশেষ করে এই ঢাকার মানুষের কাছে ঘরই সব কিছু। সারাদিনের ক্লান্তি শেষে সবাই ঘরেই ফেরে। ফলে তেই আপন ঠিকানাটি যদি মনের মতো করে সাজানো হয় তাহলে ঘরে ফিরতেই ভালো লাগে। একটা সাজ সাজ ভাব থাকে ঘরের মধ্যেই। আমাদের আপন ঠিকানাগুলোকে সাজাতে আমরা সাহায্য নিতে পারি মাটির তৈরি বিভিন্ন শো পিসের। আর মাটির তৈরি এসব শো পিসগুলো দেখতেও দারুন লাগে। ঢাকা শহরের বিভিন্ন রাস্তার পাশে, ফুটপাতে পাওয়া যায় এ ধরনের নানা শো পিস। মোটামুটি দামের মধ্যেই আপনি এগুলো সংগ্রহ করতে পারবেন। আর এগুলো ব্যবহার করে আপনার ঘরকে করে তুলুন আপনার মনে মতো। 

কীভাবে মাটির জিনিস দিয়ে ঘর সাজাবেন:

১. ঘর সাজিয়ে ফেলুন মাটির তৈরি শো পিস দিয়ে। ঘরে রাখতে পারেন সুন্দর কোনও ওয়াল হ্যাঙ্গিং। এটি ঘরের চেহারাই পাল্টে দেবে।
 
২. সামান্য মাটির কলশি দিয়ে ঘর সাজাতে পারেন সুন্দর করে। বড় বড় চারটি কলশি চারদিকে রেখে তার উপর কাচ বসিয়ে দিন। তা র টেবিল হিসেবে দিব্যি ব্যবহার করতে পারবেন। অন্যান্য দামি টেবিলের তুলনায় তা অন্যরকম তো দেখাবেই। সেই সঙ্গে সকলের নজর কাড়বে। 

৩. মাটির তৈরি ছোটো জার কিনে তার উপর নিজের মতো করে ডিজাইন করতে পারেন। বাড়ির ফাঁকা দেওয়ালে বা টেবিলের ওপর পর পর কয়েকটি জার সাজিয়ে রাখুন। 

৪. দামি ফুলদানির বদলে মাটির তৈরি ফুলদানি বাড়িতে রাখতে পারেন। তাতে আপনার ঘরের সাজগোজ যেমন ছিমছাম দেখাবে, তেমনই দেখাবে আকর্ষণীয়। 

৫.  ফুলগাছ মাটির টবে রাখলে তা ভালো থাকে আবার মাটির টবও আপনার ঘর সাজাবে।

৬. মাটির তৈরি ছোটোখাটো জিনিসপত্র রোজকার ব্যবহারে লাগাতে পারেন। যেমন ধরুন মাটির তৈরি পাত্রে খাওয়ার টেবিলে লবণ রাখুন। চাইলে অন্য কিছুও রাখতে পারবেন। তা অতিথিদের নজর কাড়বেই ! 

৭. মাটির তৈরি কলমদানি, মোমবাতি স্ট্যান্ডের মতো জিনিস আপনার ঘরের সৌন্দর্য বাড়াবে। 

৮. ঘর সাজানোর জন্য কাজে লাগাতে পারবেন মাটির তৈরি প্লেট, গ্লাস, বাটি। তাতে সামান্য জিনিসও অসাধারণ হয়ে উঠবে।

৯. মাটির তৈরি বিভিন্ন ধরনের ওয়ালমেট আপনার ঘরকে সৌন্দর্যে ভরিয়ে তুলবে।

১০. মাটির তৈরি হরেক রকম শো পিস আপনার বাসার কর্ণার বা টি টেবিলে সাজিয়ে দিতে পারেন। দেখতে ভালো লাগবে।

এভাবেই মাটির হরেক ধরনের জিনিষ ব্যবহার করে আপনার ঘরকে সৌন্দর্যে ভরিয়ে তুলতে পারেন নিমেষেই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭