ওয়ার্ল্ড ইনসাইড

রোহিঙ্গা নিয়ে সিদ্ধান্ত নেয়নি নিরাপত্তা পরিষদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/09/2017


Thumbnail

মিয়ানমারে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব ও সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক। গতকাল বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা শুরু হয়।

এ বৈঠকে রাশিয়া আর চীন বাদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবগুলো দেশ সোচ্চার ছিল। সহিংসতা নিরসনে দ্রুত পদক্ষেপ, রাখাইনে ত্রাণের জন্য অবাধ প্রবেশ নিশ্চিত করা এবং বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে বেশিরভাগ সদস্য রাষ্ট্র। জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক মহলকে অবিলম্বে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেও সুনির্দিষ্ট কোনও প্রস্তাব ছাড়াই শেষ হয়েছে ওই বৈঠক। এমনকি কোনও যৌথ বিবৃতিও দেওয়া হয়নি।

তবে রাখাইনের সংকটে রাজনৈতিক সংলাপ শুরুর ব্যাপারে সদস্য রাষ্ট্রগুলো একমত হয়েছে। বাংলাদেশের আলোচনায় নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করে।

অন্যদিকে, চীন ও রাশিয়ার দাবি, এটি বহুপক্ষীয় সমস্যা। মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে তারা `জঙ্গিবাদ`কে রাখাইনের প্রধানতম সংকট আকারে হাজির করেছে।


বাংলা ইনসাইডার আরএইচবি




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭