ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রামে তেল পরিবহনকারী ট্যাংকারে আগুন, ২ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/04/2021


Thumbnail

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি বেসরকারি জেটিতে জ্বালানি পণ্য খালাসের সময় তেল পরিবহনকারী একটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ট্যাংকারটি থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সুপার পেট্রোকেমিক্যালের জেটিতে ‘এমটি ইরাবতী-১’ নামের ট্যাংকারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় ট্যাংকারটিতে থাকা দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। যাঁরা আহত হয়েছেন, তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্মকর্তারা জানান, ট্যাংকারটি গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের উপজাত হিসেবে পাওয়া তরল জ্বালানি কনডেনসেট খালাস করছিল। আশুগঞ্জ থেকে এই জ্বালানি পণ্য নিয়ে আসে ট্যাংকারটি। কনডেনসেট খালাসের সময় আজ সকাল সাড়ে ছয়টার দিকে হঠাৎ ট্যাংকারের ইঞ্জিনকক্ষে বিকট শব্দে বিস্ফোরণ হয়। তারপরই ট্যাংকারে আগুন ধরে যায়। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭