কোর্ট ইনসাইড

আবারও হেফাজত নেতা আইয়ুবী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/04/2021


Thumbnail

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বিরোধী আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে জিজ্ঞাসাবাদ করতে ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন পল্টন থানার এক মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় পল্টন থানায় করা অপর আরেক মামলায় তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে বিচারক তার তিনদিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভোরে গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। চলতি বছরের মার্চে মোদীবিরোধী আন্দোলনের সময় হেফাজতের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭