ইনসাইড আর্টিকেল

খাবার টেবিলে বসে যেসব ভুল কখনই করবেন না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/05/2021


Thumbnail

খাবার টেবিলে একসাথে খেতে বসলে কিছু আদবকেতা জানা খুব জরুরী। হতে পারে আপনি নিজ পরিবারের খাবার টেবিলে আছেন অথবা কোন আত্মীয়র বাড়ির খাবার টেবিলে আছেন। কিছু আদবকেতা সবখানেই পালন করা উচিৎ। যেমন ধরুন, আপনি খাবার টেবিলে বসে রয়েছেন, আর খুব জোরে জোরে শব্দ করে খাচ্ছেন। কেমন লাগবে বিষয়টা?

খাবার টেবিলে বসে এমনই অনেক ছোটখাটো ভুল করি আমরা। এগুলো দেখতে খুবই অস্বস্তিকর এবং বিষয়গুলো আপনার ব্যক্তিত্বের ওপর বেশ বাজে প্রভাব ফেলবে। জানুন, খাবার টেবিলে বসে কী করবেন বা করবেন না-

১. মুখ বন্ধ করে খাবার চিবান।

২. খাবার টেবিলে বসলে আপনার স্মার্টফোনটি বন্ধ করুন অথবা সাইলেন্ট বা ভাইব্রেট মুডে রাখুন। কোনো ফোন বা মেসেজ এলে খাবার খাওয়ার শেষে টেবিল থেকে উঠে গিয়ে ফোন ধরুন।

৩. খাবার ভালো না হলে বা আপনার মনের মতো না হলে সেটি নিয়ে সমালোচনা শুরু করে দেবেন না।

৪. খাবার খাওয়ার সময় টেবিলে বসেই দাঁত পরিষ্কার করবেন না।

৫. খাবার খাওয়ার সময় অবশ্যই ন্যাপকিন ব্যবহার করুন।

৬. একসময় একটি খাবারই থালায় নিন। ধরুন, সবজি দিয়ে ভাত খাচ্ছেন, তাহলে আগে সবজিটি শেষ করুন। পরে অন্য কোনো ডিস নিন।

৭. কনুই টেবিলের ওপরে রাখা থেকে বিরত থাকুন।

৮. টেবিলে বসে টুকটাক কথা বলতে পারেন।

৯. যেই খাবারটি আপনি খেতে চাচ্ছেন, সেটি অন্য কারো সামনে থাকলে ভদ্রভাবে পাস করতে বলুন বা দিতে বলুন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭