ইনসাইড বাংলাদেশ

মমতার প্রেরণার নাম শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/05/2021


Thumbnail

আজ পশ্চিমবাংলার নির্বাচনে মমতা ব্যানার্জির দল টানা তৃতীয়বারের মত নির্বাচনে এলো। এবারও দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি রাজনীতিতে একজন লড়াকু যোদ্ধা হিসেবে পরিচিত। তবে মমতা ব্যানার্জি তার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, তার রাজনৈতিক অনুপ্রেরণা এবং আদর্শের নাম হলো শেখ হাসিনা।

দুই নেতার মধ্যে অনেক বিষয় নিয়েই বিরোধ রয়েছে। বিশেষ করে তিস্তার পানিচুক্তি নিয়ে দুই নেতার দূরত্ব দুই মেরুতে। কিন্তু তারপরও শেখ হাসিনা হলেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণার উৎস। মমতা ব্যানার্জি তার সাক্ষাৎকারে বলেছিলেন যে, শেখ হাসিনার সততা, কর্তব্যনিষ্ঠা এবং সংগ্রাম তাকে আকৃষ্ট করেছে, উদ্বুদ্ধ  করে। সেজন্য তিনি সবসময় শেখ হাসিনার আদর্শে অনুপ্রেরিত। শেখ হাসিনার সততা তিনি তার রাজনৈতিক জীবনে অনুসরণ করেছেন। দুই নেতার রাজনৈতিক জীবনের ছবি মমতা ব্যানার্জির দল তৃণমূলের বিজয় উপলক্ষে বাংলা ইনসাইডার প্রকাশ করলো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭