ওয়ার্ল্ড ইনসাইড

সীমানা পেরিয়ে : ০১.১০.২০১৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/10/2017


Thumbnail

চলমান বিশ্বের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বাংলা ইনসাইডারের বিশেষ আয়োজন।

কিউবায় মার্কিন দূতাবাসে সনিক হামলা

কিউবার মার্কিন দূতাবাসকর্মীদের ওপর রহস্যজনক হামলা চালানো হয়েছে। দূতাবাসের পাশাপাশি বেশকিছু হোটেলেও এমন হামলার ঘটনা ঘটেছে। এতে অসুস্থ হয়ে পড়েছেন কানাডার দুই নাগরিকসহ ২১ জন। এ ঘটনায় দূতাবাসের অর্ধেকেরও বেশি কর্মীকে সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। গত শুক্রবার বিবিসি জানায়, প্রাথমিকভাবে একে সনিক অ্যাটাক বা শব্দ তরঙ্গ ব্যবহার করে হামলা বলে মনে করা হচ্ছে। তবে হামলার ধরনের ব্যাপারে এখনও নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র।

চীনে ৫.৫ মাত্রার ভূমিকম্প

চীনে শনিবার মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের মিয়াইয়াংয়ে ভূমিকম্পটি আঘাত হানে। রয়টার্স জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কঙ্গোতে বিমান দুর্ঘটনায় নিহত ১২

আফ্রিকার ডিআর কঙ্গোতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার দেশটির রাজধানী কিনশাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। রয়টার্স জানায়, কার্গো বিমানটি কিনহাসা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায়। নিহতদের মধ্যে বিদেশিরাও ছিলেন।

সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৮

সিরিয়ার ইদলিবে বিমান হামলায় চার শিশুসহ ২৮ জন নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটি জানায়, তুর্কি সীমান্তের কয়েক কিলোমিটারের কাছে আরমানাজ গ্রামে এই হামলা চালানো হয়। সিরিয়ান সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এই সংখ্যা ২৬ জানানো হয়। তবে কারা এই হামলা চালিয়েছে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি।

বাংলা ইনসাইডার/আরএইচবি




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭