ইনসাইড বাংলাদেশ

স্বাস্থ্যবিধি না মানলে মার্কেট-শপিংমল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/05/2021


Thumbnail

সামনে ঈদ এবং ব্যবসায়ীদের কথা বিবেচনা করে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়া হয়। তবে স্বাস্থ্যবিধি না মানলে মার্কেট-শপিংমল বন্ধ করে দেওয়া হবে।

সোমবার (৩ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকেদের একথা জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, স্বাস্থ্যবিধি মানার শর্তে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি না মানলে দোকানপাট ও শপিংমল বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি জরিমানা করা হবে।

‘আজ (৩ মে) থেকে মার্কেটে পুলিশের অভিযান চলবে। মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানা হলে মার্কেট বন্ধ করে দেবো। ’

তিনি আরও জানান, শহরের মধ্যে গাড়ি খুলে দেওয়া হবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭