ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তানকে পিছনে ফেলল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/10/2017


Thumbnail

পূর্ব পাকিস্তান নামটি ঘুচিয়ে ফেলেছিল বাংলাদেশ সেই ১৯৭১ সালেই। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতির অবস্থা তখন আগের থেকেও খারাপ ছিল। মোট দেশজ উৎপাদন বা জিডিপির মাত্র ছয় থেকে সাত শতাংশ আসত শিল্প প্রতিষ্ঠান থেকে। পাকিস্তানে এর হার ছিল ২০ শতাংশ।

স্বাধীনতা যুদ্ধে লাখো লাখো মানুষ শহীদ হয় এবং অনেককে বরণ করতে হয় পঙ্গুত্ব। প্রচুর পরিমাণে সড়ক ও সেতু ধ্বংসপ্রাপ্ত হয় যা যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করেছিল। পাকিস্তানের ব্যাংক ও শিল্পপতিরা বাংলাদেশের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিল। এর মধ্যে আদমজী জুট মিলসের মালিকও ছিলেন। যুদ্ধের ডামাডোলের মধ্যে ১৯৭০ সালে সাইক্লোনে হাজার হাজার মানুষ নিহত হয়। সে সময় বাংলাদেশ পাকিস্তানের অধীনে ছিল। বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমান সে সময় অভিযোগ করেছিলেন, সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের পশ্চিম পাকিস্তান তাদের উদ্বৃত্ত গম থেকে কোনো ত্রাণ দেয়নি এবং কাফনের জন্য কাপড়ও দেয়নি।  

কিন্তু চলতি বছরের আগস্টে প্রকাশ হয় যে বাংলাদেশ এখন পাকিস্তানের থেকে এগিয়ে আছে। বাজারে ডলারে বাংলাদেশের মুদ্রা বিনিময়ের হার এক হাজার ৫৩৮ মার্কিন ডলার এবং পাকিস্তানের এক হাজার ৪৭০ মার্কিন ডলার।

আগস্টের ২৫ তারিখে পাকিস্তান তাদের আদমশুমারির প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দেখা যায় পাকিস্তানে মোট জনসংখ্যা ২০ কোটি ৭৮ লাখ, যা তারা প্রত্যাশা করেছিল তার থেকে ৯০ লাখ বেশি। জনসংখ্যার দিক থেকে দেশটি বিশ্বে পঞ্চম। নতুন এ পরিসংখ্যানে পাকিস্তানের জিডিপি জনপ্রতি চার থেকে পাঁচ শতাংশ কমে আসে।

তবে পাকিস্তানের তুলনায় বাংলাদেশে ডলারের মূল্য বেশি। কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি দিন দিন বেড়ে চলছে। গত দশ বছরে এদেশের প্রবৃদ্ধি ছিল ছয় শতাংশ, গত বছরে তা বেড়ে সাত শতাংশে দাঁড়িয়েছে। শিল্পপণ্য বাংলাদেশের জিডিপিতে ২৯ শতাংশ অবদান রেখেছে। যে দেশে এক সময় কাফনের কাপড় কিনতে পারত না মানুষ সেদেশ এখন ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি তৈরি পণ্য রপ্তানি করছে। যদিও বাংলাদেশের কর্মপরিবেশের তেমন কোনো উন্নতি হয়নি। তবে আগের তুলনায় এটি যথেষ্ট উন্নত।

যদিও ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি। কিন্তু পাকিস্তানের তুলনায় এদেশ এগিয়ে আছে।

সূত্র-ইকোনোমিস্ট

বাংলা ইনসাইডার/আরএইচবি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭