ইনসাইড বাংলাদেশ

মর্ডানার ভ্যাকসিন আনতে চায় রেনাটা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/05/2021


Thumbnail

বাংলাদেশের অন্যতম ফার্মাসিউটিক্যালস কোম্পানি রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মর্ডানার ভ্যাকসিন আনতে চায়। এজন্য তারা সরকারের কাছে আবেদন করেছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এই তথ্যের সত্যতা স্বীকার করে বলেছেন ঔষুধ প্রসাশন তাদের আবেদনটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। যদি তাদেরকে অনুমতি দেয়া হয় তাহলে তারা ঢাকায় এই টিকা প্রয়োগ করতে পারবে। তবে মর্ডানার যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন মাইনাস ৮০ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। ঢাকার বাহিরে এই সক্ষমতা নাই বলেও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন।

রেনাটা একজন কর্মকর্তা বলেছেন যে, মর্ডানার সাথে তাদের যোগাযোগ হয়েছে। ঢাকায় এই টিকা কার্যক্রম পরিচালনা করার যে সক্ষমতা সেই সক্ষমতা তাদের আছে। সরকার এটি বেসরকারি খাতে দিবে না নিজ উদ্যোগে কিনবে সেটি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে পরে। আগে ঔষুধ প্রসাশন আবেদনটির যৌক্তিকতা বিচার করা হবে। তারপর সিদ্ধান্ত নেয়া হবে, মর্ডানার ভ্যাকসিন বাংলাদেশে আসতে দেয়া হবে কিনা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭