ইনসাইড পলিটিক্স

কৃত্রিম অক্সিজেন দেয়া হচ্ছে, নেয়া হতে পারে আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/05/2021


Thumbnail

এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে আছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা আজ সকাল থেকেই অবনতি হয়। বিকেলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। সিসিইউতে থাকেলও তাকে এখন কৃত্রিম অক্সিজেন দেয়া হচ্ছে। তার শরীরে এখন অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। অক্সিজেন স্যাচুরেশন কম। একারণে সিসিইউতে নিয়ে তাকে কৃত্রিমভাবে অক্সিজেন দেয়া হচ্ছে বলে এভারকেয়ার হাসপাতালের সূত্রগুলো জানাচ্ছে। তার শারীরিক অবস্থা সকাল থেকেই অবনতিশীল হচ্ছে। প্রশ্ন উঠেছে সকাল থেকেই তিনি শ্বাসকষ্টের কথা বললেও বিকেল ৫টা নাগাদ তাকে সিসিইউতে নেয়া হলো কেন?

এভারকেয়ার হাসপাতালের সূত্রগুলো বলছে, যদি তার শারীরিক অবস্থার আরো অবনতি হয় তাহলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হতে পারে। সকালবেলা পর্যন্ত খালেদা জিয়া কথাবার্তা বলছিলেন। কিন্তু এখন তার অক্সিজেন মাস্ক দিয়ে কৃত্রিম অক্সিজেন দেয়ার কারণে তিনি কথাবার্তা বলতে পারছেন না বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭