ওয়ার্ল্ড ইনসাইড

‘ভারত ভ্যারিয়েন্টে’ কেন একজন আক্রান্ত রোগী ৩০ দিনে ৪০৬ জনকে সংক্রমিত করে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/05/2021


Thumbnail

চেন্নাইয়ে একটি বাজারের সামনে এভাবেই সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা চলছে। ছবি: এএফপি
লকডাউন কিংবা কোনো বিধিনিষেধ না থাকলে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে (বি-ওয়ান-সিক্সসেভেনটিন) ​আক্রান্ত একজন রোগী ৩০ দিনে ৪০৬ জনকে সংক্রমিত করতে পারে। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের (আইসিএমআর) এক গবেষণায় এ কথা বলা হয়। 

এ বিষয়ে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মোশতাক হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‌‘ভারতে যে করোনা বাড়ছে সেটা ভ্যারিয়েন্টের কারণে বাড়েনি। সংক্রমণ বেড়েছে মূলত ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধ না মানা ও অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে।’

বাংলাদেশে ‘ভারত ভ্যারিয়েন্টে’ আসার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘দেশে ভারতের ভ্যারিয়েন্ট না আসাটা অস্বাভাবিক কিছু নয়। সুদূর ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে যদি ভেরিয়েন্ট আসতে পারে, সেক্ষেত্রে প্রতিবেশী দেশ থেকে আসা বিচিত্র কিছু নয়।’
ভারতের করোনা ভ্যারিয়েন্ট দেশে অনেক আগেই এসেছে উল্লেখ করে ভাইরোলজিস্ট ড. এম জাহিদুর রহমান বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে খারাপ ভ্যারিয়েন্টটাই আছে।’

তিনি বলেন, ‘লকডাউন এমন বৈজ্ঞানিক পদ্ধতি এর ১০ ভাগ কার্যকর করতে পারলেও উপকার আছে। আর আমাদের জীবনযাপনেও ধরনের সঙ্গেও ভারতের মিল আছে। কাছেই তাদের এই পরিস্থিতি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭