ইনসাইড গ্রাউন্ড

শিরোপা যেন তার পরম বন্ধু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/05/2021


Thumbnail

২০১২ থেকে ২০২১। এই নয় বছরে যে ক্লাবের হয়েই খেলেছেন সে ক্লাবের হয়েই লিগ শিরোপা তুলেছেন। তিনি যেন একজন নিজেই পরশপাথর। পরশপাথর হলো একধরনের কাল্পনিক পাথর। এর স্পর্শে ধাতু নাকি সোনায় রূপান্তরিত হয়। বাস্তবে কেউ এর দেখা কিংবা সংস্পর্শে এসেছেন বলে শোনা যায়নি। আর্তুরো ভিদালকে দেখলে অবশ্য কথাটা মিথ্যা লাগতে পারে। চিলি তারকা ২০১১-১২ মৌসুম থেকেই যেন পরশপাথর পকেটে নিয়ে ঘুরছেন!

লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদেরও এ সময় মাঝেমধ্যে খরায় কেটেছে। নিজ ক্লাবের হয়ে লিগ সাফল্যের মুখ দেখেননি। ভিদালকে দেখে তাঁরা ঈর্ষা করতেই পারেন। কাল সাসসুয়োলোর বিপক্ষে জিততে (১-১) পারেনি আতালান্তা। এতে দীর্ঘ ১১ বছর পর এবার  সিরি ‘আ’ জয় নিশ্চিত হয় ভিদালের ক্লাব ইন্টার মিলানের। টানা নয়বার লিগজয়ী জুভেন্টাসের রাজত্বে এবার ছেদ টানল সান সিরোর ক্লাবটি। হাতে ৪ ম্যাচ রেখে দুইয়ে থাকা আতালান্তার সঙ্গে ১৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ইন্টার। ইন্টারের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ভিদালের শিরোপাভাগ্যও যেন আরও ঈর্ষণীয় হয়ে উঠল।

গত ১০ বছরে তিন দেশ মিলিয়ে ৯ বার লিগ জয়ের দেখা পেয়েছেন ৩৩ বছর বয়সী এ মিডফিল্ডার। বেয়ার লেভারকুসেন ছেড়ে ২০১১ সালে জুভেন্টাসে যোগ দেন ভিদাল। এরপর থেকেই খুলে যায় তাঁর শিরোপাভাগ্য। ২০১২, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে সিরি ‘আ’ জেতেন জুভেন্টাসের হয়ে। এরপর ২০১৫ সালেই তিনি জুভেন্টাস ছেড়ে নাম লেখান বায়ার্ন মিউনিখে। জার্মান ক্লাবে পরের তিন বছর জেতেন টানা তিন লিগ শিরোপা (২০১৬, ২০১৭ ও ২০১৮)। এরপর ২০১৮ সালেই জার্মানি ছেড়ে স্পেনে এসে যোগ দেন বার্সেলোনায়। তাদের হয়ে লা লিগায় মাত্র দুই মৌসুম কাটিয়েছেন ভিদাল। সেখানেও তাঁর হাতে ধরা দিয়েছে শিরোপা।

বার্সায় যোগ দিয়ে নিজের প্রথম মৌসুমেই অর্থাৎ ২০১৯ সালে লা লিগা শিরোপার দেখা পান ভিদাল। টানা ৮ বছরে ৮ শিরোপা জেতেন তিনি। ২০১৯-২০ মৌসুমে বার্সা লা লিগায় রানার্সআপ হওয়ায় টানা নয়বার সে স্বাদ পাননি। কিন্তু এবার অর্থাৎ ২০২০-২১ মৌসুমে আবারও ইন্টারের হয়ে লিগ শিরোপার দেখা পেলেন ভিদাল। মাঝে ২০২০ সালে রিয়াল লা লিগা জেতায় দশে দশ মেলাতে পারেননি, দশে নয় হয়ে রইল।

ঘরোয়া লিগ জয়ের পাশাপাশি এ সময় একবার কোপা ইতালিয়া, দুবার সুপারকোপা ইতালিয়া, একবার জার্মান কাপ, দুবার জার্মান সুপার কাপ, একবার সুপারকোপা ডি এসপানা এবং জাতীয় দল চিলির হয়ে দুবার কোপা আমেরিকা জিতেছেন। সিরি ‘আ’ তে ইন্টারের হয়ে এ পর্যন্ত ২৩ ম্যাচে এক গোলের পাশাপাশি দুটি গোল বানিয়ে দিয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার ভিদাল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭