ইনসাইড গ্রাউন্ড

ছিটকে গেলেন রিয়ালের ভারান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/05/2021


Thumbnail

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আরেকটি বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। পেশির চোটে ছিটকে গেছেন ডিফেন্ডার রাফায়েল ভারান। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে আগামী বুধবার চেলসির বিপক্ষে খেলতে পারবেন না তিনি। প্রথম লেগে ঘরের মাঠে ১-১ ড্র করেছিল রিয়াল।

লা লিগা চ্যাম্পিয়নরা সোমবার এক বিবৃতিতে ভারানের চোটের কথা জানায়। লিগে গত শনিবার ওসাসুনার বিপক্ষে দলের ২-০ গোলে জয়ের ম্যাচের প্রথমার্ধে খেলেন তিনি। পায়ে অস্বস্তি বোধ করায় বিরতির পর আর তাকে মাঠে নামাননি কোচ।

২৮ বছর বয়সী এই ফরাসি ফুটবলারকে কতদিন বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ১০ দিনের মতো বাইরে কাটাতে হবে তাকে। সেক্ষেত্রে লা লিগায় আগামী রোববার সেভিয়ার বিপক্ষে ও বৃহস্পতিবার গ্রানাদার বিপক্ষেও খেলতে পারবেন না তিনি।

আগে থেকে বাইরে আছেন ডিফেন্ডার দানি কারভাহাল ও লুকাস ভাসকেস। তবে স্বস্তির খবর, ফিরতে পারেন প্রথম পছন্দের লেফট-ব্যাক ফেরলান্ড মেন্ডি ও অধিনায়ক সের্হিও রামোস। সোমবার পুরোদমে অনুশীলন করেছেন দুজন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭