ওয়ার্ল্ড ইনসাইড

ট্রাম্পের ফেসবুক নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত বুধবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/05/2021


Thumbnail

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কী না তা জানা যাবে আগামীকাল বুধবার। এ ধরনের একটি খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল ।

চলতি বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব কর্তৃপক্ষ। ট্রাম্প সমর্থকদের চালানো ওই হামলায় ৫ জন নিহত হয়েছিলেন। ট্রাম্প বারবার নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছিলেন। যা ওই হামলার পিছনে ইন্ধন জুগিয়েছিল।

ক্যাপিটল হিলে হামলার পর ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে আরও সহিংসতা ঘটতে পারে বলে খবর ছিল গোয়েন্দা বাহিনীর কাছে। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি সক্রিয় ট্রাম্পকে নিষিদ্ধ করা হয়।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭