ইনসাইড গ্রাউন্ড

দেশে ফিরেও তামিমদের থাকতে হবে হোটেলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/05/2021


Thumbnail

শ্রীলঙ্কা সফর শেষ করে আজ (মঙ্গলবার) দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে বাংলাদেশ সরকারের কঠোর করোনাভাইরাস প্রতিরোধী নিয়মের মারপ্যাঁচে দেশে ফিরলেও সরাসরি পরিবারের কাছে যেতে পারবেন না তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। ঢাকায় ফিরে তিনদিনের হোটেল কোয়ারেন্টাইন করতে হবে টাইগারদের।

২ ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ে অধিনায়ক মুমিনুল হকের দল। সেখানে মাঠের লড়াই শেষ হয়েছে গতকাল (সোমবার)। আজই বাংলাদেশ বিমানের ভাড়া করা বিশেষ ফ্লাইটে দেশে ফিরবে গোটা দল। তবে দেশে ফিরলেও এবার করোনাভাইরাস প্রতিরোধী নিয়ম ফাঁকি দেওয়ার সুযোগ নেই শ্রীলঙ্কা থেকে আসা দলের সামনে। নিউজিল্যান্ড সফরে গিয়ে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হয়েছিল টাইগারদের। সবশেষ শ্রীলঙ্কা সফরে সাতদিনের কোয়ারেন্টাইনে ছিলেন তামিম-মুমিনুলরা। এবার দেশে ফিরেও কোয়ারেন্টাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাদের। তবে হোম কোয়ারেন্টাইন নয়, ঢাকায় ফিরে গোটা দলকে তিনদিনের হোটেল কোয়ারেন্টাইন করতে হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭