ইনসাইড বাংলাদেশ

এয়ার অ্যাম্বুলেন্স তৈরি, অনুমতি পেলেই সিঙ্গাপুর যাবেন খালেদা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/05/2021


Thumbnail

বেগম খালেদা জিয়ার পরিবার তার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিতে চাইছেন। আর সিঙ্গাপুরের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তাও সম্পন্ন হয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও তৈরি হয়ে আছে।

কিন্তু এখন শুধু সমস্যা হচ্ছে সরকারের অনুমতি। বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলায় দণ্ডিত এবং সরকারের বিশেষ বিবেচনায় জামিনে আছেন। কাজেই দেশের বাইরে যেতে হলে তার সরকারের অনুমতি নিতে হবে। সরকারের অনুমতি ছাড়া খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না। 

গত রাতেই বেগম খালেদা জিয়ার ভাই শামীম এসকেন্দার সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করা হয়েছে তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাই এই আবেদন পেয়েছেন কি না সে বিষয়ে সঠিক তথ্য দিতে পারেনি।  

তবে বেগম জিয়ার পরিবারের সূত্রগুলো বলছেন, তারা আবেদন করেছেন এবং এই আবেদনের প্রেক্ষিতেই গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রন্ত্রীর সঙ্গে কথা বলেন। সরকার তার বিদেশে চিকিৎসার অনুমতি যদি দেয় তাহলে যেকোনো সময় বেগম জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭