ইনসাইড গ্রাউন্ড

শবে কদরে ইবাদতের আহ্বান জানালেন সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/05/2021


Thumbnail

চলছে মুসলমানদের পবিত্র মাস রমজান। এই মাসটি ইসলাম ধর্ম অনুসারীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় রমজান মাসে মুসলমানরা পানাহার থেকে নিজেদের দূরে রাখেন। তার মধ্যে একটি পবিত্র লাইলাতুল কদর। রমজানের শেষ দশদিনের যেকোনা বিজোর রাত্রিকে হাজার মাসের চেয়েও উত্তম মনে করেন মুসলমানরা। এই রাতেই নাজিল হয়েছে পবিত্র কুরআন শরীফ। এই সময় তাই স্রষ্ঠার ইবাদত-বন্দেগীতে কাটান তারা।

বিশেষ এই রাতে ইবাদতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে সবাই যাতে শবে কদরের পবিত্রতা অর্জন করতে পারেন সে চেষ্টা করতে বলেন সাকিব।

তিনি লিখেছেন, ‘রাসুল (সা.), আমাদের রমজানের শেষ দশ রাতে লাইলাতুল কদরের রাতটি খুঁজতে বলেছেন। আসুন আমরা এই দশটি রাত সবার জন্য মঙ্গল কামনা করে ইবাদতে কাটাই। যাতে করে শবে কদরের পবিত্রতা আমাদের কাছে পৌঁছে যায় এবং আমরা সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহ লাভ করি।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭