ইনসাইড গ্রাউন্ড

হাসান আলির প্রশংসায় ওয়াকার ইউনিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/05/2021


Thumbnail

জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টেস্টে এক ইনিংস ও ১১৬ রানের দুরন্ত জয় পায় পাকিস্তান দল। ম্যাচের দুই ইনিংস মিলিয়ে মোট নয় উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন ফাস্ট বোলার হাসান আলি। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ ওয়াকার ইউনিস, আলিকে প্রংশসায় ভরিয়ে দেন।

জিম্বাবোয়ের বিরুদ্ধে নয় উইকেটের সুবাদে আলি লাল বলের ক্রিকেটে ৫০ টি উইকেট নেওয়ার নজির স্পর্শ করেন। তাঁর সাফল্যে অভিভূত ওয়াকার ইউনিস আলির প্রত্যাবর্তনের জন্য তাঁর মানসিকতার উচ্চ প্রশংসা করে বলেন, ‘ওর মধ্যে একটা হার না মানা জেদ আছে। ও যেমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, মানসিকভাবে শক্ত না হলে যে কারও ওই সময় মনোবল ভেঙে যাওয়াটা খুবই স্বাভাবিক। একাধিক চোট-আঘাত সকলকেই মানসিকভাবে দুর্বল করে দেয়। আমি নিজেও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, তাই ওর অবস্থাটা অনুভব করতে পারি। ওর নাছোড় মনোভাব, খেলার প্রতি ওর দায়বদ্ধতা ওকে বাকিদের থেকে আলাদা করে তোলে।’

আগামী ৭ মে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় মাঠে নামবে পাকিস্তান দল। হাসান আলি নিজের ফর্ম ধরে রেখে আবারও নজর কাড়তে বদ্ধপরিকর হবেন বলেই ধরে নেওয়া যায়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭