ইনসাইড গ্রাউন্ড

ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/05/2021


Thumbnail

শ্রীলঙ্কার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ শেষ হয়ে গেছে সোমবার। আজ বিকেলেই ঢাকায় পৌঁছে গেছেন মুমিনুল হক অ্যান্ড কোং। বাংলাদেশ দলের স্পিন কোচ সোহেল ইসলাম জানিয়েছেন, বিকাল ৩টায় একটি চাটার্ড ফ্লাইটে করে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তারা।

সিরিজ খেলার জন্য গত ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। সেবারও একটি চাটার্ড ফ্লাইটে করে ঢাকা থেকে কলম্বোয় গিয়ে পৌঁছায় টাইগাররা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা- দুই দলের ব্যাটসম্যানরাই রাজত্ব করেছেন। শেষ পর্যন্ত ম্যাচ হয়েছে ড্র। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কা রাজত্ব করতে পারলেও বাংলাদেশ পারেনি। যে কারণে শেষ পর্যন্ত দেখা গেলো ২০৯ রানে হেরেছে বাংলাদেশ।

বিশেষ বিমানে করে (চাটার্ড ফ্লাইট) দেশে ফিরে আসলেও বাংলাদেশ দলের ক্রিকেটার এবং অন্য সদস্যরা আজই নিজ নিজ বাসায় যেতে পারছেন না। করোনার কারণে সরকারী নিয়মে প্রত্যেককে তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে বিসিবির নির্ধারিত হোটেলে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭