ওয়ার্ল্ড ইনসাইড

লাসভেগাসে বন্দুকধারীর হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/10/2017


Thumbnail

যুক্তরাষ্ট্রের প্রমোদনগরী লাসভেগাসে অন্তত এক বন্দুকধারী হামলা চালিয়েছে। হামলায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৪ জন।

লাসভেগাস পুলিশ সূত্রে জানা গেছে, মান্দালে বে হোটেলের কাছে বন্দুকধারী হামলা চালিয়েছে। অন্তত একজন বন্দুকধারী সেখানে অনুষ্ঠিত একটি কান্ট্রি মিউজিক ফেস্টিভালে গুলি চালায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া ভিডিওতে অনেককেই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। ভিডিওতে কয়েকটি গুলি ছোঁড়ার শব্দও পাওয়া যায়।

পরে বিভিন্ন টেলিভিশনের সরাসরি সম্প্রচারে ঘটনাস্থলের কাছে ভারী যানসহ কয়েকজন পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা যায়। 

লাসভেগাস পুলিশ কতৃপক্ষ এক ঘোষণায় সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরের থাকার নির্দেশ দেয়।

স্থানীয় একটি হাসপাতালের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সেখানে অন্তত কয়েকজনকে নেওয়া হয়েছে, যাঁদের শরীরে গুলির আঘাত রয়েছে।

বাংলা ইনসাইডার/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭