ইনসাইড ক্যারিয়ার

দেশে চাকরি পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/10/2017


Thumbnail

গ্রাম থেকে এই প্রথম ঢাকা শহরে এসেছে শুভ। এসএসসি দুইবার দিয়ে কোনোরকমে পাস করেছে সে। পড়াশোনায় ভালো না বলে তাঁর পরিবার তাঁর পড়াশুনার খরচ বহন করবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই কোনো কাজ করে বেঁচে থাকার তাগিদে তাকে ঢাকায় আসতে হয়েছে।

ঢাকায় আসার আগে শুভ শুনেছিল ঢাকায় টাকা উড়ে। কিন্তু এখানে আসার পর দেখে যা শুনে এসেছে তাঁর পুরোপুরি ব্যতিক্রম। কারণ এই শহরে একটা কাজ পাওয়া এবং তা নিয়ে বেঁচে থাকা এত সহজ নয়। তাই গ্রাম থেকে ঢাকায় এসে একপ্রকার বিপদেই পড়েছে সে।

বাংলাদেশে চাকরি পাওয়ার জন্য অন্যতম মাধ্যম মনে করা হয় রাজধানী শহর ঢাকাকে। বিভিন্ন অঞ্চলের মানুষ শুধুমাত্র কর্মক্ষেত্রের তাগিদে ঢাকায় এসে ভিড় করে। কিন্তু এতমানুষের ভিড়ে ঢাকাতেও কর্মক্ষেত্র হ্রাস পাচ্ছে। অন্যদিকে জেলা শহরগুলোতে কর্মক্ষেত্র তৈরি না হওয়ায় সমস্যা দিনের পর দিন বেড়েই যাচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, দেশে গত এক দশকে বেকারত্ব বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। আর নতুন কর্মসংস্থান সৃষ্টির হার কমেছে ২শতাংশ। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে প্রতিবছর ২৭ লাখ কর্মক্ষম মানুষ শ্রমবাজারে প্রবেশ করলেও সরকারি বা বেসরকারিভাবে কাজ পাচ্ছে মাত্র এক লাখ ৮৯ হাজার মানুষ। ফলে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ বেকার থাকছে।

বিবিএসের সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে কর্মক্ষম ২৬ লাখ ৩০ হাজার মানুষ বেকার। এর মধ্যে পুরুষ ১৪ লাখ, নারী ১২ লাখ ৩০ হাজার, যা মোট শ্রমশক্তির সাড়ে ৪ শতাংশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) তথ্যমতে, দেশে ১৫ থেকে ২৪ বছর বয়সী বেকার যুবকের সংখ্যা এক কোটি ৩২ লাখ। বাংলাদেশে এখন ১০ কোটি ৫৬ লাখ মানুষ কর্মক্ষম, যা মোট জনগোষ্ঠীর ৬৬ শতাংশ।

বাংলাদেশে শুধু যারা অশিক্ষিত তাঁরাই বেকার থাকছে না। উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারের সংখ্যা আরও বেশি। সাধারণত উচ্চশিক্ষিতদের মূল টার্গেট থাকে ১ম শ্রেণির চাকরিগুলো। এক্ষেত্রে তাঁরা বেশি প্রাধান্য দেয় বিসিএসকে। কিন্তু বিসিএসে সিট অনুযায়ী প্রার্থী থাকে অনেক বেশি। তাই উচ্চশিক্ষিত হয়েও অনেকে চাকরি পাচ্ছে না।

বিসিএসের পর তরুণদের পছন্দের তালিকায় রয়েছে ব্যাংকের চাকরি। চলতি বছর সরকারি ব্যাংকগুলো বড় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আশা করা যায় এই নিয়োগ প্রক্রিয়া তরুণদের সহায়তা করবে। সরকারি চাকরির অন্যান্য ক্ষেত্রগুলোতেও নিয়োগ হচ্ছে কিন্তু তা খুবই কম। সরকারি চাকরিগুলোর নিয়োগের ক্ষেত্রে বেশি সময় ব্যয় আরও সমস্যা সৃষ্টি করছে।

বাংলাদেশে বিভিন্ন এনজিও,কোম্পানি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষের জন্য কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। অনেক চাকরিতে বেতন ও সুযোগ-সুবিধাও ভালো থাকে। কিন্তু জীবনের নিশ্চয়তা না থাকায় তরুণরা এগুলোর প্রতি তেমন আগ্রহী হয় না।

খুব ভালো না হলেও গত কয়েক বছরের চেয়ে বর্তমানে বাংলাদেশে চাকরির অনেক ক্ষেত্র তৈরি রয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে সরকার ও জনগণকে মিলিতভাবে কাজ করতে হবে।     

বাংলা ইনসাইডার/এসএম/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭