ইনসাইড হেলথ

ব্রিটেন টিকার তৃতীয় ডোজ শুরু করতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/05/2021


Thumbnail

করোনাভাইরাস প্রতিরোধে এবার টিকার তৃতীয় ডোজ প্রয়োগ শুরু করতে যাচ্ছে ব্রিটেন। ৫০ বছরের বেশি বয়সী প্রত্যেককেই এই টিকা দেওয়া হবে। ইংল্যান্ডের প্রধান মেডিকেল অফিসার ক্রিস হিট্টি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

 ক্রিস হিট্টি বলেন, এ বছর বড়দিনের মধ্যে করোনা সংক্রমণের আশঙ্কা একেবারে মুছে ফেলতে পঞ্চাশোর্ধ্বদের কোভিড টিকার তৃতীয় ডোজ দেওয়ার চিন্তাভাবনা চলছে।
বড়দিনের আগে করোনা প্রতিরোধের লক্ষ্যে দু’টি উপায়ের কথা চিন্তা করছে ব্রিটেন। তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে বলে জানান ক্রিস। 

করোনার নতুন যেসব ধরন ছড়িয়ে পড়েছে বিশ্বে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে, সে রকমভাবে টিকা তৈরির প্রস্তুতি চলছে। ফাইজার-বায়োএনটেক, অক্সোফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং মডার্না প্রচলিত এই টিকাগুলোরই তৃতীয় ডোজ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭