ইনসাইড বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী- মিয়ানমারের প্রতিনিধিদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/10/2017


Thumbnail

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক চাপের মধ্যে ঢাকা সফররত মিয়ানমানের প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন।

আজ সোমবার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মিয়ানমারের প্রতিনিধি দলের নের্তৃত্ব দেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চির দপ্তর বিষয়ক মন্ত্রী কিউ টিন সোয়ে।

পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের, পররাষ্ট্র সচিব শহীদুল হক, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

এর আগে গতকাল রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন টিন সোয়ে।

মিয়ানমারের রাখাইনে পুলিশি চেকপোস্টে হামলার পর ২৫আগস্ট থেকে রাখাইন রাজ্যে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। নির্যাতন থেকে বাঁচতে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে। এ পর্যন্ত এই সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।

বাংলাইনসাইডার/এসএ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭