ইনসাইড পলিটিক্স

‘খালেদা জিয়ার বিষয়টি প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিতে দেখছেন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/05/2021


Thumbnail

বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া প্রসঙ্গে আজ কিছুক্ষণ আগে সাংবাদিকদের ব্রিফ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন যে, আইন মন্ত্রণালয়ের মতামত সংক্রান্ত ফাইলটি তার কাছে ৩ টার দিকে আসবে। তারপর তিনি এই সংক্রান্ত সিদ্ধান্ত দিবেন।

তিনি বলেন যে, এখানে আদালতের কোন বিষয় নাই। বেগম খালেদা জিয়াকে জামিন  দেয়া হয়েছে ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারায় নির্বাহী আদেশে। নির্বাহী আদেশে দুটি শর্ত দেয়া হয়েছে। প্রথম শর্ত ছিলো, তিনি বাসায় থেকে চিকিৎসা করবেন। দ্বিতীয় শর্ত ছিলো, তিনি দেশে থেকে চিকিৎসা নিবেন। এখন ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারায় শর্তযুক্ত জামিন দেয়া যায়, শর্তহীন জামিনও দেয়া যায়। ইতিমধ্যে কার্য সম্পাদন হয়ে গেছে। এই শর্ত মেনে খালেদা জিয়া জামিন গ্রহণ করেছেন। এখন আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি শর্ত দুটি শিথিল করা যায় কিনা।

তিনি আরো বলেন যে, বেগম খালেদা জিয়ার পুরো ব্যাপারটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দৃষ্টিতে দেখছেন।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭