ইনসাইড বাংলাদেশ

নৌপথকে কার্যকরী করতে ১০ হাজার কিমি নদী খনন করা হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/05/2021


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২৫ সাল নাগাদ আরও ১০ হাজার কিলোমিটার নদী খনন করা হবে। নৌপথকে কার্যকর করতে চায় সরকার।

বৃহস্পতিবার (৬ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নৌপথে চলাচলকারী প্রতিটি যানবাহনের রেজিস্ট্রেশন থাকতে হবে। এছাড়া নৌযানের ব্যবসা যারা করেন তাদের যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে ব্যবসা করতে হবে।

করোনা মহামারির এই সময়ে সকলকে ধৈর্য ধরারও আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একান্ত প্রয়োজন ছাড়া মহামারির সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত না করা যাবে না। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭