ওয়ার্ল্ড ইনসাইড

পরিবর্তিত খেলনার বিশ্ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/10/2017


Thumbnail

প্রতিবন্ধী শিশুদের খেলনা ফিজেট স্পিনার। কিন্তু সম্প্রতি সময়ে এটি সার্বজনীন জনপ্রিয়তা পেয়েছে বিশ্বজুড়ে। সেই সুবাদে নতুন বিপ্লব ঘটেছে খেলনার বাজারে। আর বিস্ময়কর এই সফলতা আন্তর্জাতিক খেলনা বাজারকে দেখিয়েছে নতুন পথ। আবার রুদ্ধও হয়েছে অনেক পথ।

টয় ওয়ার্ল্ড ম্যাগাজিনের বিপণন পরিচালক মার্ক অস্টিন দ্য ইকোনোমিস্টকে জানান, ফিজেট স্পিনার সারাবিশ্বে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এই বিপ্লবের কারণে খুচরা ব্যবসায়ীদের যেমন প্রচুর ফিজেট বিক্রি হয়েছে, তেমনি আবার কমে গিয়েছে অন্যান্য খেলনা বিক্রিও।

ফিজেট স্পিনার নিয়ে উন্মাদনা শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে। প্রথমে যুক্তরাষ্ট্রে, পরে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে এটি। অতঃপর এক মাসের মধ্যে আমাজন অনলাইন রিটেইলারে ২০ সর্বাধিক বিক্রিত পণ্যের তালিকায় চলে আসে ফিজেট স্পিনার। আন্তর্জাতিক খেলনা বাজার গবেষক ফ্রেদেরিক টুট এনপিডি বাজার গবেষণা সংস্থাকে জানান, ফিজেট স্পিনার মাত্র তিন সপ্তাহে সারা বিশ্ব ছড়িয়ে পড়েছে। এই সময়ের মধ্যে ১২ টি প্রথম সারির দেশে মোট ১৯ মিলিয়ন স্পিনার বিক্রি হয়েছে। আর প্রথম ছয় মাসে তা ছাড়িয়ে গিয়েছে ৫০ মিলিয়নকে।

ফিজেট স্পিনাররের এই বিপ্লবের পেছনে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অবদান। নতুন প্রজন্ম এই খেলনাটি হাতে পাওয়া মাত্রই এর থেকে খুঁজে নিয়েছে নতুন নতুন খেলা। বেরিয়ে এসেছে নতুন দক্ষতা। কাউকে দেখা যায় নাকের ডগায় টানা ১২ মিনিট ফিজেট ঘুরাতে। কেউ জিহ্বাতে করে ফিজেট ঘুরিয়ে অবাক করে দিয়েছে সবাইকে। কেউ অটো স্পিনার দিয়ে বাজিয়েছে গিটার। এসবের ভিডিও সহজেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার ফলে ফিজেট স্পিনারের প্রতি আগ্রহ বেড়েছে অন্যদেরও।

সারাবিশ্বে ফিজেট স্পিনারের যখন ব্যাপক চাহিদা দেখা দিয়েছে, চীন তখন ব্যবসা ধরে ফেলেছে এই পণ্যের। আমাদের মত অধিকাংশ উন্নয়শীল দেশে খেলনা বাজার দখল করে রেখেছে চীন। দেশীয় বাজারে যে সব ফিজেট স্পিনার পাওয়া যাচ্ছে তার সবগুলোর প্যাকেটে লেখা মেড ইন চায়না। এতে কিছুটা কমেছে চীনের স্মার্টফোন ও আইটি অনুষঙ্গের বাজার।

ফিজেট স্পিনারের আকাশ ছোঁয়া সফলতা শুধু বিপ্লবই সৃষ্টি করেনি, পাশাপাশি তা খেলনা বাজারে নেতিবাচক প্রভাবও ফেলেছে। চাহিদা কমেছে অন্যান্য খেলনা এবং মুঠোফোনের যাবতীয় অনুষঙ্গের। তাই ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে চাপ সৃষ্টি হয়েছে বিকল্প খোঁজার। যা হতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাবার মত। ক্যালিফোর্নিয়ার বাজার গবেষণা সংস্থা এমজিএ জানায়, মূলত ইউটিউব এবং ফেসবুক থেকে ছড়িয়েছে ফিজেট স্পিনারের জনপ্রিয়তা। এখন কিছু আনতে হবে যা একইভাবে সামাজিক গণমাধ্যম থেকে শিশুদের আকৃষ্ট করবে। তাই খেলনা বাজারের এই শিক্ষা লাভের ফলে হয়তো আমরা পেতে যাচ্ছি নতুন কিছু।

বাংলা ইনসাইডার/এএসসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭